ঢাকা ১০:২১ পূর্বাহ্ন, রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

দুর্গাপূজায় শিক্ষার্থীদের জন্য টানা ১২ দিনের ছুটি

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : ১০:১৩:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫
  • ১৪০ বার পড়া হয়েছে

বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য আসছে এক দীর্ঘ প্রতীক্ষিত ছুটির মৌসুম। আসন্ন শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান টানা ১২ দিনের জন্য বন্ধ থাকবে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের তথ্য অনুযায়ী, ২৮ সেপ্টেম্বর (রোববার) থেকে ৭ অক্টোবর (মঙ্গলবার) পর্যন্ত চলবে এই ছুটি। এর সঙ্গে ২৬ ও ২৭ সেপ্টেম্বরের (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি যোগ হওয়ায় শিক্ষার্থীরা একটানা ১২ দিন বাড়তি আনন্দ উপভোগের সুযোগ পাচ্ছে।

এ সময়ে দুর্গাপূজার পাশাপাশি ফাতেহা-ই-ইয়াজ দাহম, প্রবারণা পূর্ণিমা এবং ৬ অক্টোবরের লক্ষ্মীপূজার ঐচ্ছিক ছুটিও যুক্ত হচ্ছে। ফলে উৎসবমুখর পরিবেশে দীর্ঘ বিরতিতে যেতে পারছে শিক্ষার্থীরা।

তবে বিশ্ববিদ্যালয়গুলোতে ছুটির ব্যাপারে সিদ্ধান্ত নেবে তাদের নিজ নিজ সিন্ডিকেট। এ কারণে সেখানকার ছুটির মেয়াদ কিছুটা ভিন্ন হতে পারে। সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ১ অক্টোবর (বুধবার) নির্বাহী আদেশে সরকারি ছুটি এবং ২ অক্টোবর (বৃহস্পতিবার) সাধারণ ছুটি থাকবে।

উল্লেখযোগ্য বিষয় হলো, অন্তর্বর্তীকালীন সরকার গত বছর থেকেই পূজার ছুটি বাড়ানোর উদ্যোগ নেয়। ঈদের মতোই এবার দ্বিতীয়বারের মতো দুর্গাপূজায়ও সেই সিদ্ধান্ত কার্যকর হচ্ছে, যা শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য বাড়তি আনন্দের খবর বয়ে এনেছে।

খবর টি শেয়ার করুন :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Munna Khan

সর্বাধিক পঠিত

বকশীগঞ্জে নাবালিকা ভাগ্নিকে ধর্ষণের অভিযোগ, খালু গ্রেফতার।

দুর্গাপূজায় শিক্ষার্থীদের জন্য টানা ১২ দিনের ছুটি

প্রকাশের সময় : ১০:১৩:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫

বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য আসছে এক দীর্ঘ প্রতীক্ষিত ছুটির মৌসুম। আসন্ন শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান টানা ১২ দিনের জন্য বন্ধ থাকবে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের তথ্য অনুযায়ী, ২৮ সেপ্টেম্বর (রোববার) থেকে ৭ অক্টোবর (মঙ্গলবার) পর্যন্ত চলবে এই ছুটি। এর সঙ্গে ২৬ ও ২৭ সেপ্টেম্বরের (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি যোগ হওয়ায় শিক্ষার্থীরা একটানা ১২ দিন বাড়তি আনন্দ উপভোগের সুযোগ পাচ্ছে।

এ সময়ে দুর্গাপূজার পাশাপাশি ফাতেহা-ই-ইয়াজ দাহম, প্রবারণা পূর্ণিমা এবং ৬ অক্টোবরের লক্ষ্মীপূজার ঐচ্ছিক ছুটিও যুক্ত হচ্ছে। ফলে উৎসবমুখর পরিবেশে দীর্ঘ বিরতিতে যেতে পারছে শিক্ষার্থীরা।

তবে বিশ্ববিদ্যালয়গুলোতে ছুটির ব্যাপারে সিদ্ধান্ত নেবে তাদের নিজ নিজ সিন্ডিকেট। এ কারণে সেখানকার ছুটির মেয়াদ কিছুটা ভিন্ন হতে পারে। সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ১ অক্টোবর (বুধবার) নির্বাহী আদেশে সরকারি ছুটি এবং ২ অক্টোবর (বৃহস্পতিবার) সাধারণ ছুটি থাকবে।

উল্লেখযোগ্য বিষয় হলো, অন্তর্বর্তীকালীন সরকার গত বছর থেকেই পূজার ছুটি বাড়ানোর উদ্যোগ নেয়। ঈদের মতোই এবার দ্বিতীয়বারের মতো দুর্গাপূজায়ও সেই সিদ্ধান্ত কার্যকর হচ্ছে, যা শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য বাড়তি আনন্দের খবর বয়ে এনেছে।