১৮ জনের মধ্যে পাশ করেছে ১ জন, কলেজ ক্যাম্পাসে বনভোজন


editor প্রকাশের সময় : ১১/০২/২০২৩, ১২:৪৬ পূর্বাহ্ণ /
১৮ জনের মধ্যে পাশ করেছে ১ জন, কলেজ ক্যাম্পাসে বনভোজন

 

বকশীগঞ্জ(জামালপুর)সংবাদদাতা ॥

২০২২ সালে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায় জামালপুরের বকশীগঞ্জের রাহিলা কাদির স্কুল এন্ড কলেজে ১৮ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে মাত্র ১ জন পরীক্ষার্থী। গত বুধবার পরীক্ষার ফল প্রকাশ হয়। ফলাফল বিপর্যয়ের পরেও বৃহস্পতিবার কলেজ ক্যাম্পাসে বনভোজনের আয়োজন করেছেন কলেজের অধ্যক্ষ আবু খালেদ মোঃ আমীন। বিষয়টি নিয়ে স্থানীয় প্রশাসনসহ সাধারণ মানুষের মাঝে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

জানা যায়, জেনারেল শিক্ষা বোর্ডের আওতায় বকশীগঞ্জ উপজেলায় ৫টি কলেজ রয়েছে। ৫টি কলেজ থেকেই ২০২২ সালের এইচএসসি পরীক্ষায় অংশ গ্রহন করেছে পরীক্ষার্থীরা। এর মধ্যে বকশীগঞ্জ পৌর শহরের মাঝপাড়ায় অবস্থিত রাহিলা কাদির স্কুল এন্ড কলেজ থেকে ১৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহন করে ছিলেন। ১৮ জনের মধ্যে ময়মনসিংহ শিক্ষা বোর্ডের আওতায় এইচএসসি পাশ করেছে মাত্র ১জন। পাশের হার ৫.৫৫%।
মাত্র ১ জন পরীক্ষার্থী পাশ করলেও কলেজের অধ্যক্ষের কোনও অনুশোচনা নেই। বরং তিনি এই ফলাফলে গর্বিত বলেই জানান। যার কারনে বৃহস্পতিবার শিক্ষক শিক্ষার্থীদের নিয়ে বনভোজনের আয়োজন করেছেন তিনি। রয়েছে বাদ্যযন্ত্র ও সাউন্ড সিস্টেম।
এ ব্যাপারে রাহিলা কাদির স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আবু খালেদ মোহাম্মদ আমীন জানান, সাধারণ শিক্ষা বোর্ডে আমাদের ফলাফল খারাপ হলেও কারিগরি বোর্ডের ফলাফল ভালো। তাই কলেজ ক্যাম্পাসের ভিতরে বনভোজনের আয়োজন করা হয়েছে। ফলাফল খারাপ হতেই পারে তাই বলে পূর্ব নির্ধারিত বনভোজন তো বন্ধ করার দরকার নেই।
এ ব্যাপারে বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মুন মুন জাহান লিজা জানান, সচেতনতার অভাবে তাদের এই আয়োজন। কলেজটি সাধারণ শিক্ষা বোর্ডের। কলেজ সাধারন শিক্ষা বোর্ডের,কারিগরি শিক্ষাবোর্ডের না। ফলাফল এত খারাপ করার পরেও কলেজ ক্যাম্পাসে তাদের বনভোজন বা বড় খানার আয়োজন করা ঠিক হয়নি।