স্নিগ্ধ রেসিডেন্সিয়াল মডেল স্কুল এর এসএসসি/২৩ পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল


editor প্রকাশের সময় : ১৮/০৪/২০২৩, ১০:৩০ অপরাহ্ণ /
স্নিগ্ধ রেসিডেন্সিয়াল মডেল স্কুল এর এসএসসি/২৩ পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল

 

পি কে রায়, স্টাফ রিপোর্টারঃ

 

দিনাজপুরের চিরিরবন্দর উপ‌জেলার ভিয়াইল ইউনিয়‌নে অবিস্থত স্নিগ্ধ রেসিডেন্সিয়াল মডেল স্কুল এর এস.এস.‌সি/২০২৩ প‌রীক্ষার্থী‌দের বিদায় উপল‌ক্ষে আলোচনা সভা ও দোয়া অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে। মঙ্গলবার (১৮ এপ্রিল) সকাল ১০ ঘটিকায় স্নিগ্ধ রেসিডেন্সিয়াল মডেল স্কুল এর দশম শ্রেণির শিক্ষার্থীদের আয়োজ‌নে ও শিক্ষকবৃন্দের সার্বিক সহযোগিতায় এ আলোচনা সভা ও দোয়া অনু‌ষ্ঠিত হ‌য়। অনুষ্ঠা‌নে স্বাগত বক্তব্য রা‌খেন উক্ত বিদ্যাল‌য়ের প্রধান শিক্ষক জয়ন্ত কুমার রায়। প্রধান শিক্ষক এস.এস‌.সি পরীক্ষার্থী‌ ও অভিভাবক‌দের উদ্দেশ্যে ব‌লেন, ‌”তোমরা যারা এস.এস‌.সি পরীক্ষা দি‌বে পরীক্ষা শুরু হওয়ার আগে ভা‌লো ভা‌বে প্রশ্ন দেখ‌বে। যে প্রশ্নটা ভা‌লো পার‌বে সেটা আগে খাতায় লিখ‌বে। পরীক্ষায় প্র‌তি‌টি প্রশ্ন লিখ‌বে। বিদ্যাল‌য়ের শিক্ষকরা যেভা‌বে শি‌খি‌য়ে‌ছেন সেগু‌লো স্মর‌নে রাখ‌তে হ‌বে। ভা‌লো রেজাল্ড কর‌তে হ‌বে। বিদ্যাল‌য়ের সুনাম ধ‌রে রাখ‌তে হ‌বে। আর অভিভাবকগণ আপনা‌দের সন্তান‌দের ভা‌লো গাইড দে‌বেন। পরীক্ষার হ‌লে গি‌য়ে শিক্ষার্থী‌দের ম‌নোযোগ নষ্ট কর‌বেন না”। অনুষ্ঠানে স্নিগ্ধ রেসিডেন্সিয়াল মডেল স্কুলের প্রতিষ্ঠাতা সভাপতি ও অবসরপ্রাপ্ত সহকারি শিক্ষক প্রিয়নাথ রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভিয়াইল ইউনিয়ন আওয়মীলীগের সাধারণ সম্পাদক তাপষ কুমার রায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রদীপ কুমার রায়, প্রধান শিক্ষক তালপুকুর উচ্চ বিদ্যালয ও ৯নং ভিয়াইল ইউনিয়ন ছাত্রলীগের ‌আহ্বায়ক সঞ্জয় কুমার রায় (রানা)। আলোচনা সভায় প্রধান অতিথি তাপষ কুমার রায় বলেন, “আজকের শিশু আগামীদিনের ভবিষ্যৎ। আগামীদিনে তোমাদেরই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিতে হবে। দেশে সুশাসন প্রতিষ্ঠায় তোমাদেরই যোগ্য নাগরিক হিসেবে তৈরি হতে হবে। বর্তামান সরকার শিক্ষাবান্ধব সরকার। শিক্ষাক্ষেত্রে উন্নয়নের জন্য সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে”। বিশেষ অতিথির বক্তব্যে সঞ্জয় কুমার রায় (রানা) বলেন, “বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী জন‌নেত্রী শেখ হা‌সিনা ‌শিক্ষায় ব্যাপক উন্নয়ন কর‌ছেন। প্র‌তি‌টি ছেলে-মেয়েকে শিক্ষিত করার জন্য কাজ কর‌ছেন। দিনাজপুর-৪ চিরিরবন্দর-খানসামা আস‌নের সংসদ সদস্য আবুল হাসান মাহমুদ আলী এমপি এলাকার উন্নয়নসহ শিক্ষা‌ক্ষে‌ত্রে ব্যাপক কাজ কর‌ছেন। তাই প্রধানমন্ত্রী ও আবুল হাসান মাহমুদ আলী এমপি মহোদয়ের জন্য সক‌লে দোয়া কর‌বেন”। এসময় বিদ্যালয়ের শিক্ষক পরিমল চন্দ্র রায়, পুলিন চন্দ্র রায়, মানস কুমার রায়সহ সকল শিক্ষক, শিক্ষার্থীদের অ‌ভিভাবক, শিক্ষার্থী ও এলাকার গন্যমান্য ব্য‌ক্তিবর্গ উপ‌স্থিত ছি‌লেন। পরে বিদায়ী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন অতিথিরা। পরিশেষে বিদায়ী ছাত্র-ছাত্রীদের সফলতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন অত্র বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ নওশাদ আলী।