শেরপুর – ৩ ( শ্রীবরদী- ঝিনাইগাতী) সংসদীয় আসনে জাতীয় পাটির মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার মোঃ ইকবাল আহসান


editor প্রকাশের সময় : ৩০/০৫/২০২৩, ১১:২৫ অপরাহ্ণ /
শেরপুর – ৩ ( শ্রীবরদী- ঝিনাইগাতী) সংসদীয় আসনে জাতীয় পাটির মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার মোঃ ইকবাল আহসান

এসডি সোহেল রানা স্টাফ রিপোর্টার, শ্রীবরদী ঝিনাইগাতী গণমানুষের নেতা কর্মী তৈরীর কারিগর জননেতা ইঞ্জিনিয়ার মোঃ ইকবাল আসান শেরপুর ৩ শ্রীবরদী ঝিনাইগাতী সংসদীয় আসনে জাতীয় পাটির মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার মোঃ ইকবাল আহসান তাঁকে নিয়ে শ্রীবরদী ও ঝিনাইগাতীতে অনেক চায়ের দোকানে আলোচনা সমালোচনা ঝর ওঠেছে শুনা যায় শুধু ইকবাল আহসান ভাই সাধারণ জনগণ বলে আমরা তাকে সুখে দুঃখে সর্ব খন পাশে পাই তাই আমরা তাকে এমপি হিসেবে দেখতে চাই এটা আমাদের জোর দাবি কারণ তিনি দীর্ঘ দিন যাবত দলের স্বার্থে নিজ তোফিল থেকে ব্যয়বহল টাকা খরচ করে দলটিকে ধরে রাখছেন বলে সাধারণ জনগন ও নেতা কর্মীরা , ইঞ্জিনিয়ার মোঃ ইকবাল আহসান বলেন আমার প্রতি মানুষের ভালোবাসা ও দোয়া আস্তা আছে তাই আমি মনে করি মনোনয়ন নিশ্চিত, আমি এমপি হলে আমার ভবিষ্যৎ পরিকল্পনা – শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলায় নিজস্ব তহবিল থেকে মমুর্ষ রোগীদের সেবায় এম্বোল্যান্স এর ব্যবস্থা করবো, – শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলা থেকে বাল্যবিবাহ, মাদক, দূর্নীতি ও সন্ত্রাস মুক্ত করবো, – বেকার যুবকদের ট্রেনিং দিয়ে বিদেশে পাঠানোর ব্যবস্থা করবো, – শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলা থেকে নারী নির্যাতন নির্মূল ও বন্ধ সহ নারী সমাজের সমান অধিকার প্রতিষ্ঠিত করবো, – শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলার অন্তর্গত বন ব্যবস্থাসহ বন সম্পদের মান উন্নয়ন করবো – শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলার প্রতিটি পরিবারে সাধ্যমত মেধা ভিত্তিক ঘুষমুক্ত চাকরির ব্যবস্থা করবো, শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলাকে আধুনিক বিসিক শিল্পনগরী হিসেবে গড়ে তোলবো, – শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলায় সরকারি কলেজকে বিশ্ববিদ্যালয় কলেজে উন্নীত করনের ব্যবস্থা করবো, – শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলায় মহিলা কলেজ ডিগ্রি ও মহিলা মাদ্রাসা প্রতিষ্ঠা করবো, – শ্রীবরদী ও ঝিনাইগাতী দুটি উপজেলায় সীমান্ত এলাকায় বণ্য হাতির তাণ্ডব প্রতিরোধে সীমান্ত এলাকায় হাতির আবাসস্থল নির্মাণ,সীমান্ত এলাকা গুলোতে গ্রামবাসীর নিরাপদ পানি ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে গভীর নলকূপ স্হাপনের পরিকল্পনা আছে আমার মনে, – শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলার মেধাবী-অসহায় ছাত্র-ছাত্রীদের বৃত্তি/শিক্ষা সহায়তার ব্যবস্থা করবো, – শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলায় মিনি স্টেডিয়াম ও শিশু পার্ক নির্মাণ ব্যবস্থা করবো, – শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলায় নার্সিং ইনষ্টিটিউট নির্মাণ করবো,ইনশাআল্লাহ আরও বলেন আল্লাহর রহমতে মনোনয়ন যদি আমাকে দেওয়া হয় আমি ১০০% আশাবাদী জয় লাভ করব, ও সর্বখন জনগণ ও সাধারণ মানুষের সেবায় নিয়োজিত থাকতে চাই মানুষের কল্যাণের জন্য আমার মনে অনেক আশা যা বলে শেষ করা যাবে না তবে আমি জদি এমপি হয় শ্রীবরদী ঝিনাইগাতী উন্নয়নের মডেল পরিচিতি হিসেবে গড়ে তুলবো ইনশাআল্লাহ।