শেরপুর জেলার শ্রেষ্ঠ ওসি মনোনীত হলেন মো বশির আহমেদ বাদল


editor প্রকাশের সময় : ২৩/০৫/২০২৩, ২:১০ অপরাহ্ণ /
শেরপুর জেলার শ্রেষ্ঠ ওসি মনোনীত হলেন মো বশির আহমেদ বাদল
 ফজলুল করিম লাকি স্টাফ রিপোর্টার, শেরপুর জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় শ্রেষ্ঠ ওসি হিসেবে সম্মাননা পেলেন শেরপুর সদর অফিসার ইনচাজ ওসি মো বশির আহাম্মেদ বাদল। ২২ শে মে সোমবার পুলিশ সুপারের কার্যালয় সম্মেলন কক্ষে এপ্রিল/ ২০২৩ খ্রিঃ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় পুলিশ সুপার মো কামরুজ্জামান বিপিএম আনুষ্ঠানিকভাবে তাকে সেরা ওসির সম্মাননা প্রদান করেন। শেরপুর সদর উপজেলার সার্বিক আইন শৃঙ্খলা উন্নয়ন, মাদক উদ্ধার, বাল্য বিয়ে, জুয়া প্রতিরোধ, আদালত কর্তৃক গ্রেপ্তারী পরোয়ানা তামিল, চাঞ্চল্যকর মামলার রহস্য উদঘাটন, সহ অপরাধ নির্মূলে বিশেষ অবদান রাখায় এ সম্মাননা প্রদান করা হয়েছে। এর আগে তিনি শেরপুরের সীমান্তবর্তী নালিতাবাড়ি থানায় দীর্ঘ সময় সফলতার সাথে দায়িত্ব পালন করেন। সভার শুরুতেই পূর্ববর্তী অপরাধ পর্যালোচনা সভার গৃহীত সিদ্ধান্তের বাস্তবায়ন বিষয়ে আলোচনা হয়। পরবর্তীতে সভায় জেলার বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি, জঙ্গি দমন, অস্ত্র ও মাদক উদ্ধার, কমিনিটি পুলিশিং ও বিট পুলিশিং কার্যক্রম জোরদার, জেলার মুলতবি মামলা, গ্রেফতারি পরোয়ানা নিষ্পত্তি, স্পর্শকাতর মামলা সমূহের অগ্রগতি সহ জেলার গোয়েন্দা কার্যক্রম বিষয়ে বিস্তর আলোচনা করা হয়। সভায় শেরপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত হন জনাব বছির আহমেদ বাদল, অফিসার ইনচার্জ, শেরপুর সদর থানা, শেরপুর; শ্রেষ্ঠ এসআই হিসেবে নির্বাচিত হন জনাব সাদ্দাম হোসেন, এসআই (নিরস্ত্র), নকলা থানা, শেরপুর এবং শ্রেষ্ঠ এএসআই হিসেবে নির্বাচিত হন জনাব কামরুল ইসলাম, এএসআই (নিরস্ত্র), শ্রীবরদী থানা, শেরপুর। শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার হিসেবে নির্বাচিত হন জনাব মাহফুজুর রহমান, এসআই (নিরস্ত্র), শেরপুর সদর থানা, শেরপুর; শ্রেষ্ঠ ওয়ারেন্ট অফিসার হিসেবে নির্বাচিত হন জনাব কামরুল ইসলাম, এএসআই (নিরস্ত্র), শ্রীবরদী থানা, শেরপুর এবং শ্রেষ্ঠ ট্রাফিক প্রসিকিউশন দাখিলকারী কর্মকর্তা হিসেবে নির্বাচিত হন সার্জেন্ট/মো. রুবেল মিয়া, সদর ট্রাফিক, শেরপুর। উক্ত সভায় জনাব মোহাম্মদ ফখরুজ্জামান জুয়েল পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), শেরপুর; জনাব মোঃ সোহেল মাহমুদ পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), শেরপুর; জনাব মোঃ সাইদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), শেরপুর; জনাব রায়হানা ইয়াসমীন, সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল), শেরপুর; জনাব তাহমিনা আক্তার, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ), শেরপুর সহ সকল থানার অফিসার ইনচার্জ, ইন্সপেক্টর (তদন্ত)’গণ, পিবিআই, সিআইডি’র প্রতিনিধি সহ গুরুত্বপূর্ণ বিভিন্ন মামলার তদন্তকারী কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।