শেরপুরে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এর ফাইনালে শেরপুর পৌরসভা বিজয়ী


editor প্রকাশের সময় : ১০/০৩/২০২৩, ১০:২২ অপরাহ্ণ /
শেরপুরে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এর ফাইনালে শেরপুর পৌরসভা বিজয়ী
 মোহাম্মদ ফজলুল করিম শেরপুর জেলা প্রতিনিধি: বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শেরপুর ১ম জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে । ১০ মার্চ শুক্রবার বিকেলে শেরপুর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে গোল্ডকাপ ফাইনাল খেলাটিতে শেরপুর জেলা প্রশাসক ও ক্রীড়া সংস্থার সভাপতি সাহেলা আক্তারের সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুক্তাদিরুল আহাম্মেদ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালে যুক্ত হয়েছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের উপনেতা বেগম মতিয়া চৌধুরী এমপি। সম্মানিত অতিথি হিসেবে বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা হুইপ আতিউর রহমান আতিক এমপি উপস্থিত ছিলেন। এসময় বিশেষ অতিথি হিসেবে শেরপুর জেলা পুলিশ সুপার কামরুজ্জামান (বিপিএম ), শেরপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ছানুয়ার হোসেন ছানু, আলহাজ্ব গোলাম কিবরিয়া লিটন মেয়র শেরপুর পৌর সভা, মোঃ রফিকুল ইসলাম চেয়ারম্যান শেরপুর সদর উপজেলা , মেহনাজ ফেরদৌস নিবার্হী অফিসার শেরপুর সদর, ঝিনাইগাতী উপজেলা নির্বাহী অফিসার ফারুক আল মাসুদ, শ্রীবর্দী উপজেলা নির্বাহী অফিসার ইফতেখার ইউনুস, নকলা উপজেলা নির্বাহী অফিসার বুলবুল আহাম্মেদ ,নালিতাবাড়ী উপজেলা নির্বাহী অফিসার প্রতিনিধি সহকারী কমিশনার (ভূমি) ঈফফাত জাহান তুলি ও জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক মানিক দও, নালিতাবাড়ী উপজেলা চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবু , মোঃ আবু বাক্কার নালিতাবাড়ী পৌর মেয়র এবং বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। শেরপুর প্রথম জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা নকলা উপজেলা ও শেরপুর পৌরসভার মধ্যে অনুষ্ঠিত হয় এর মধ্যে ট্রাইবেকারে শেরপুর পৌরসভা দল জয়লাভ করেন। খেলায় প্রায় ২০ হাজার উচ্ছুক জনতা গ্যালারীতে বসে খেলা উপভোগ করেন। খেলায় কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি । খেলায় বিজয়ী দলের জন্য ১লাখ টাকা এবং রানার্সআপ দলের জন্য ৫০হাজার টাকা পুরস্কার তুলে দেওয়া হয়।