বকশীগঞ্জে রাস্তা বন্ধ চরম বিপাকে এলাকাবাসী


editor প্রকাশের সময় : ১৪/০৩/২০২৩, ৫:৩৩ অপরাহ্ণ /
বকশীগঞ্জে রাস্তা বন্ধ চরম বিপাকে এলাকাবাসী

 বিশেষ প্রতিনিধিঃ বকশীগঞ্জ উপজেলার মালিরচর জিগাতলা সাত নম্বর ওয়ার্ডের ৩৫ পরিবার ও কয়েকটি গ্রামের দুই হাজার বাসিন্দা চলাচলের রাস্তা বন্ধ থাকায় বিপাকে পড়েছে এলাকাবাসী।সরজমিনে গিয়ে দেখা যায় ঘটনা একমাত্র চলাচলের রাস্তা বন্ধ থাকায় নানাভাবে দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকাবাসীকে।বকশীগঞ্জ উপজেলায় এক নজির বিহীন ঘটনা ঘটালেন একই এলাকার বাসিন্দা শাহজালাল গং দীর্ঘদিন যাবত চলাচলের রাস্তা হঠাৎ বন্ধ করে দেয় এতে উক্ত এলাকার শিশু ও কৃষকদের কৃষি পণ্য রপ্তানি করতে পড়তে হয় চরম বিপাকে।এ ব্যাপারে সাংবাদিকদের সাথে কথা বলেন, বকশীগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আলমগীর কবির তিনি বলেন, আমার জন্মের পর থেকেই এই রাস্তাটা আমরা দেখেছি গোটা রাস্তার কাজ যথা সময় শেষ হয়েছে কিন্তু রাস্তার সামনের অংশ এক থেকে দেড়শ ফিট রাস্তা বন্ধ করে দেয় শাহ জামাল এতে এলাকাবাসী ও আশেপাশে গ্রামের বাসিন্দাদের চলাচলের সংকটসৃষ্টি হচ্চে।এলাকায় ফসলের পণ্য আনা নেওয়ায় ভোগান্তি পোহাতে হচ্ছে এতে এলাকাবাসীর আর্থিক ক্ষতির সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে।মাঠের অনেক হাজার হাজার মন আলু বাজারে নেওয়া সম্ভব হচ্ছে না।খুব দ্রুত করে সাথে এই সংকট নিরসনের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।একই এলাকার ফারুক মেম্বার জানান,উক্ত এলাকার শাহ জামাল ভেকু গাড়ি এনে বিভিন্ন জায়গায় খানা খন্দক করে রাস্তা চলাচল বন্ধ করেছেন।তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাহায্য সহযোগিতা চেয়েছেন।এলাকাবাসী জানান কৃষি পণ্য মালামাল সঠিক সময়ে বাজারে পৌঁছানোর জন্য খুব দ্রুত রাস্তাটার সমাধান হোক।এই বিষয়ে,শাহ জামালের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।