ফুলবাড়ীতে ভূমিহীন পরিবারকে চতুর্থ পর্যায়ে জমিসহ গৃহ হস্তান্তর


editor প্রকাশের সময় : ২৩/০৩/২০২৩, ৭:২৯ অপরাহ্ণ /
ফুলবাড়ীতে ভূমিহীন পরিবারকে চতুর্থ পর্যায়ে জমিসহ গৃহ হস্তান্তর

ফুলবাড়ীতে ভূমিহীন পরিবারকে চতুর্থ পর্যায়ে জমিসহ গৃহ হস্তান্তর

মাহবুব হোসেন সরকার (লিটু) ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি : প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভূমিহীন গৃহহীন পরিবারকে জমিসহ গৃহ হস্তান্তর কার্যক্রমের অংশ হিসেবে কুড়িগ্রামের ফুলবাড়ীতে এ কার্যক্রম পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

২২ মার্চ গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কার্যক্রমের উদ্বোধনের পর সকাল সাড়ে ১১ টায় উপজেলায় চতুর্থ পর্যায়ের ফুলবাড়ীতে মোট ২১টি ভূমিহীন পরিবারকে জমিসহ গৃহ হস্তান্তর করা হয়। উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত এ হস্তান্তর কার্যক্রমে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান গোলাম রব্বানী সরকার, উপজেলা নির্বাহী অফিসার সুমন দাস, উপজেলা প,প,কর্মকরতা সুমন কান্তি সাহা, কৃষি অফিসার নিলুফা ইয়াসমিন, ওসি ফজলুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান শেখ, ফুলবাড়ী ডিগ্রী কলেজের সভাপতি আজিজার রহমান মাস্টার,

অধ্যক্ষ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতি বেগম, সমাজসেবা কর্মকর্তা রায়হানুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সবুজ কুমার গুপ্ত, প্রথমিক শিক্ষা অফিসার আকবর কবির, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মজিবর রহমান, ফুলবাড়ী সদর ইউনিয়ন চেয়ারম্যান হারুন অর রশিদ, নাওডাঙ্গা ইউনিয়ন চেয়ারম্যান হাছেন আলী, শিমুলবাড়ী ইউনিয়ন চেয়ারম্যান শরিফুল আলম সোহেল, বড়ভিটা ইউনিয়ন চেয়ারম্যান আতাউর রহমান মিন্টু, ভাঙ্গামোড় ইউনিয়ন চেয়ারম্যান মোহাম্মদ আলী শেখ, কাশিপুর ইউনিয়ন চেয়ারম্যান মনিরুজ্জামান মানিকসহ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মাহবুব হোসেন লিটু, সাধারণ সম্পাদক জাকারিয়া মিয়া। বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুবিধাভোগীগণ সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।