তিতাসে প্রতিপক্ষকে ফাঁসাতে নিজেদের ঘরে অগ্নিসংযোগ


editor প্রকাশের সময় : ২৭/০৫/২০২৩, ৩:১০ অপরাহ্ণ /
তিতাসে প্রতিপক্ষকে ফাঁসাতে নিজেদের ঘরে অগ্নিসংযোগ

মোঃ জুয়েল রানা, তিতাস প্রতিনিধি: কুমিল্লার তিতাসে প্রতিপক্ষকে ফাঁসাতে নিজেদের ঘরে আগুন দিয়েছে বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক দেড়টায় উপজেলার দক্ষিণ বলরামপুর গ্রামের সরকার বাড়ির শাহপরানের পরিত্যক্ত ঘরে। স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৫-১৬ বছর যাবৎ জমিসংক্রান্ত বিরোধের জের ধরে ভূঁইয়া ও সরকার বংশের মধ্যে দফায় দফায় হামলা-মামলা চলে আসছে। তারই ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার গভীর রাতে আগুন আগুন বলে চিৎকার শুরু করে এবং মাইকিং করে এলাকাবাসীকে জাগিয়ে তুলে সরকার বংশের লোকজন। কিন্তু ঘটনাস্থলে সরকার বংশের লোকজন ছাড়া আললোৌ দেখা যায়নি বলে জানা যায়। তাই অনেকেই ধারণা করছেন ভূইয়া বংশের লোকজনদের ফাঁসাতে ঘটনাটি পরিকল্পিতভাবে ঘটিয়েছে সরকার বংশের লোকজন। এবিষয়ে সরকার বাড়ীর মকবুল সরকার ও আউয়াল সরকার বলেন, রাত ১টার দিকে বড় বাড়ীর ও ভূঁইয়া বাড়ীর লোকজন আমাদের ঘরে আগুন লাগিয়ে চলে যায় পরে আমরা আগুনের লীলা শিখা দেখে ডাক চিৎকার করি আশেপাশের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণ করে। অন্যদিকে ভূইয়া বাড়ীর প্রবাসী শেখ সাহেব এর স্ত্রী ফজিলতের নেছা বলেন, আমার স্বামী ও বড় ছেলে প্রবাসে থাকে। বর্তমানে আমার বাড়িতে আমার এক ছেলে, ছেলের বউ ও ছোট দুই বাচ্চা নিয়ে বসবাস করছি। সবসময় সরকার বংশের ভয়ে আতংকে থাকি। কারন তারা বারবার আমাদের পরিবারের উপর হামলা ও মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে আসছে। যার কোন সত্যতা পায় না পুলিশ। আজও তারা তাদের নিজের ভাঙ্গাচুরা ঘরে আগুন লাগিয়ে আমাদের ফাঁসানোর চেষ্টা করছে। ঘটনা সময় আমাদের বাড়ির সিসিটিভির ফুটেজ দেখলেই বুঝতে পারবেন ঘটনার সময় আমরা কোথায় ছিলাম। আমি প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্তের দাবী জানাচ্ছি। তিতাস থানার ওসি সূধীন চন্দ্র দাস বলেন, আগুনে পুড়ার কোন লিখিত অভিযোগ পাইনি, যদি পাই তাহলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।