এসএসসি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে এক কলেজ ছাত্র কারাগারে


editor প্রকাশের সময় : ২৩/০৫/২০২৩, ২:১৪ অপরাহ্ণ /
এসএসসি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে এক কলেজ ছাত্র কারাগারে

 মোহাম্মদ আবু নাছের, ব্যুরো চীফ নোয়াখালী : এসএসসি পরীক্ষায় প্রক্সি পরীক্ষা দিতে গিয়ে হাসিবুর রহমান (২০) নামে এক কলেজ ছাত্রের ১৫ দিনের কারাদণ্ড। সোমবার (২২ মে ) এসএসসি’র হিসাব বিজ্ঞান বিষয়ের পরীক্ষায় নোয়াখালীর সেনবাগ পৌর শহরের সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের ৭ নাম্বার হল কক্ষে। পরীক্ষা কেন্দ্রে দায়িত্বে নিয়োজিতরা জানান, সেনবাগ সরকারি পাইলট হাই স্কুলের অনিয়মিত ছাত্র আশরাফুল ইসলাম তানবির। সে উপজেলার কাবিলপুর ইউনিয়নের উত্তর শাহাপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে। তানবির ২০২২ সালে এসএসসি’র হিসাব বিজ্ঞান বিষয় ছাড়া অন্য সব বিষয়ে পাশ করে। এ বছর সে হিসাব বিজ্ঞান বিষয়ে আবারো ফরম পূরণ করে। হিসাব বিজ্ঞানের পরীক্ষায় আশরাফুল ইসলাম তানবিরের পরিবর্তে হাসিবুর রহামন পরীক্ষা দিতে এসে কক্ষ পরিদর্শকের হাতে ধরা পড়ে । পরে তাকে ভ্রাম্যমান আদালতের কাছে সোপর্দ করা হয়। আটককৃত হাসিবুর রহমান উক্ত ঘটনায় তার দোষ স্বীকার করে ভ্রাম্যমান আদালতের কাছে ক্ষমা প্রার্থনা করে , আদালতের বিচারক নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুন নাহার তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়ে থানা পুলিশের কাছে সোপর্দ করে। দন্ডপ্রাপ্ত প্রক্সি পরীক্ষার্থী দাগনভূঁইয়া ইকবাল মেমোরিয়াল কলেজের একাদশ শ্রেণীর ছাত্র এবং সেনবাগ পৌর শহরের কাদরা এলাকার হাবিবুর রহমান হারুনের জৈষ্ঠ্য পুত্র। সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: ইকবাল হোসেন পাটোয়ারী জানান, ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার নাজমুন নাহার আটককৃত হাসিবুর রহমানকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড দেওয়ার পর থানা পুলিশের নিকট সোপর্দ করে। পরে তাকে নোয়াখালী জেলা কারাগারে প্রেরণ করা হয়।