গাইবান্ধার সুন্দরগঞ্জে জমি জমা নিয়ে বিরোধে হাজী মোসলেম উদ্দিন বেপারী হত্যা মামলার বাদীসহ পরিবারের সদস্যদের মারপিট করার অভিযোগ উঠেছে। অভিযোগ সূত্রে জানাযায় গত ২০/০৩/২০২১ তারিখে উপজেলার সোনারায় ইউনিয়নের পশ্চিম বৈদ্যনাথ গ্রামে জমি জমা নিয়ে বিরোধে হাজী মোসলেম উদ্দিন বেপারী নামক একব্যক্তির মৃত্যু হয়। মৃত ব্যক্তির ছোট পুত্র মন্জু মিয়া বাদী হয়ে একেই গ্রামের মৃত মছির উদ্দিনের পুত্র আলম মিয়া ,বাবলু মিয়া, সাজু মিয়া, দুলা মিয়া ও ডাবলু মিয়াসহ ১৫ জনকে আসামী করে সুন্দরগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলাটি আদালতে বিচারাধীন অবস্থায় আসামীগণ জামিনপ্রাপ্ত হয়ে বাড়ীতে এসে মামলা প্রত্যহারের জন্য বাদীকে বিভিন্ন ভাবে হুমকি দিয়ে থাকেন। বাদী মামলা প্রত্যহার না করায় আসামীগণ ক্ষিপ্ত হয়ে গত ৬ মার্চ ২০২৩ তারিখে বাদীর বড় ভাই মোজাম্মেল হককে রাস্তায় একা পেয়ে এলোপাতারী মারপিট শুরু করলে খবর পেয়ে বাদীর পরিবারের সদস্যরা ছুটে আসেন। আসামীগণ ক্ষিপ্ত হয়ে তাদেরকেও মারপিট করেন। এতে বাদী পক্ষের ২ জন আহত হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে সুন্দরগঞ্জ স্বাস্থ্যকমপ্লেক্সে র্ভতি করেন। আহতরা হলেন মৃত মোসলেম উদ্দিন বেপারীর পুত্র মোজাম্মেল হক ও মোকছের আলী। এবিষয়ে ৭ র্মাচ মঙ্গলবার রাতে মোজাম্মেল হক বাদী হয়ে আলম মিয়া ,বাবলু মিয়া ও সাজু মিয়াসহ ৮ জনকে আসামী করে থানায় অভিযোগ করেন। এবিষয়ে থানা অফিসার ইনচার্জ কে এম আজমিরুজ্জামান জানান, গতকাল রাতে আমার কাছে এমন একটি অভিযোগ আসে। তদন্ত করে অভিযোগের সত্যতা মিললে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।