সুনামগঞ্জ ২৮ বর্ডারগর্ড ব্যাটালিয়ন(বিজিবি)র সুনামগঞ্জ অঞ্চলের সদস্যরা গোয়েন্দা তথ্যর
ভিত্তিতে সদর উপজেলার সুরমা ইউনিয়নের হালুয়ারঘাট এলাকার সুরমা নদীতে অভিযান চালিয়ে
১৭০০ পিস শাড়ি,৭,২০০ পিস কসমেট্রিক ও ১৮০ কেজি জিরা ও একটি ইঞ্জিন চালিত
স্ট্রিলবডি নৌকাসহ প্রায় দুইকোটি ৩০ লাখ ৬ হাজার টাকা মূল্যের ভারতীয় অবৈধ মালামাল
আটক করেছে সীমান্ত বাহিনী বিজিবি”র সদস্যরা।
রোবরাব ভোর সাড়ে ৩টায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়নের
হালুয়ারঘাট এলাকার সুরমা নদীতে অভিযান চালিয়ে বিপুল পরিমান ঐ সমস্ত অবৈধ ভারতীয়
মালামাল উদ্ধার করে জেলা শহরের মল্লিকপুর¯’ বিজিবি”র হেড কোয়াটারে আনা হয়।
আজ দুপুর ১২ টায় জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী
হাসানের উপসি¯ি’তে ২৮ বর্ডারগার্ড ব্যাটালিয়ান (বিজিবি)”র সুনামগঞ্জ অঞ্চলের
অধিনায়ক লেঃ কর্নেল একে এম জাকারিয়া কাদির সাংবাদিকদের ব্রিফিং করেন। তিনি
বলেন,ঈদুল আযহাকে সামনে রেখে সীমান্ত এলাকার চোরাকারবারীচক্ররা সক্রিয় থেকে প্রতিদিন
সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করে এসব অবৈধ ভারতীয় পণ্য দেশের ভেতরে
নিয়ে এসে ইজ্ঞিন চালিত নৌকায় করে দেশের বিভিন্ন¯’ানে পাঠানোর চেষ্টাকালে আমরা
গোয়েন্দা তথ্যর ভিত্তিতে এসব পণ্য আটক করছি। তিনি আরো বলেন সুনামগঞ্জের কয়েকটি
উপজেলায় ভারতের সাথে সুনামগঞ্জের ৯০ কিলোঃ মিটার সীমান্ত রয়েছে এবং আমাদের ১৯টি
বিওপির সদস্যরা প্রতিনিয়ত এই পুরো সীমান্ত এলাকাটা নজরদারির মধ্যে রাখছেন। \
সর্ব শেষ:
সুনামগঞ্জে বিজিবি”র অভিযানে দুইকোটি ত্রিশলাখ টাকার ভারতীয় পণ্যসামগ্রী আটক
-
কুলেন্দু শেখর দাস সুনামগঞ্জ প্রতিনিধি
- প্রকাশের সময় : ০৬:০৪:৪৩ অপরাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫
- ১৪০ বার পড়া হয়েছে

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; hdrForward: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 8;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: auto;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 38;
খবর টি শেয়ার করুন :
সর্বাধিক পঠিত