-
সুনামগঞ্জে মোহাম্মদ শিশির মনির ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে। আজ শনিবার
বিকেলে জেলার দিরাই উ”চ বিদ্যালয় মাঠে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন সুপ্রিম
কোর্টের আইনজীবী ও দিরাই শাল্লা আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতের
সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী এডভোকেট মোহাম্মদ শিশির মনির।
এসময় তিনি দিরাই উপজেলার ৬০ টি ফুটবল টিমের হাতে জার্সি ও ফুটবল তুলে দেন দিরাই
শাল্লা উন্নয়ন ফোরামের উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্টে সাবেক কমিশনার
হাবিবুর রহমান কাচাঁ মিয়ার সভাপতিত্বে ও সাংবাদিক ওবায়দুল হক্#৩৯;র সঞ্চালনায় প্রধান অতিথি
হিসেবে বক্তব্য রাখেন এডভোকেট শিশির মনির।
এসময় তিনি বলেন, যুব সমাজ কে মাদক ও নেশা মুক্ত রাখতে বেশি বেশি খেলার আয়োজন
প্রয়োজন। খেলা দোলা তরুণ সমাজ কে মাদক থেকে দূরে রাখে। দিরাই শাল্লার কেউ ভালো খেলতে
পারলে আমরা তাদের দায়িত্ব নিবো। তার জীবন জীবিকার দায়িত্ব নিবো প্রয়োজনে বিদেশেও
পাঠানোর ব্যব¯’া করো। কথা একটাই ভালো খেলতে হবে। এসময় তিনি আরো বলেন, দেশের
বর্তমান পরি¯ি’তিতে সবার দায়িত্বশীল ভূমিকা পালন করা উচিত। রাষ্ট্র গঠনের ক্ষেত্রে দায়িত্বশীল
ভূমিকায় যারা থাকবে তাদের কারোই হটকারি আচরণ করা উচিত নয়।নিয়ম অনুযায়ী সিস্টেম
অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করতে হবে। আমাদের দায়িত্ববোধ থাকবে বাংলাদেশ কে সেইভ রাখতে
হবে দেশ কে বাঁচাতে হবে। দেশের যেন কোন ক্ষতি না হয় সেই ভূমিকা পালন করতে হবে।
এসময় আরো বক্তব্য রাখেন, সরমঙ্গল ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন জুয়েল,
সাংবাদিক একে কুদরত পাশা, জামাত নেতা এমরান হোসাইন, সাবেক ফুটবলার সরকার,
খেলোয়াড় এহসান মিয়া সহ আরো অনেকে। উদ্বোধনে খেলায় মুখামুখি হয় করিমপুর ফুটবল
একাদশ বনাম বরামগাওঁ ফুটবল টিমের মধ্যে।
সর্ব শেষ:
সুনামগঞ্জের দিরাইয়ে মোহাম্মদ শিশির মনির ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
-
সুনামগঞ্জ প্রতিনিধি
- প্রকাশের সময় : ০৩:৫৪:১২ অপরাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫
- ১২০ বার পড়া হয়েছে
খবর টি শেয়ার করুন :
সর্বাধিক পঠিত