গরুর বেপারী ফজলু হাওলাদারের একমাত্র ছেলে ফয়সাল হাওলাদারকে(১১) সঙ্গে নিয়ে ৩৬ টি গুরু নিয়ে বিক্রি করতে এসেছিলেন নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ সিআইখোলা অস্থায়ী গরুর হাটে। স্বপ্ন দেখেছিলেন গরু বিক্রির লাবের টাকা দিয়ে পরিবার নিয়ে আনন্দে ঈদ উদযাপন করবেন। কিন্তু তার সে আনন্দ পরিণত হয় বিষাদে। গরু রেখে ছেলের লাশ নিয়ে ফিরতে হয়েছে নিজ বাড়ি ফরিদপুর জেলাসদর থানার চন্দপাড়া গ্রামে। ফজলু হাওলাদারের ৪ মেয়ে ও একমাত্র ছেলে ছিলো ফয়সাল হাওলাদার।
জানা গেছে, মঙ্গলবার(৩ মে) দুপুরে ছেলেকে সঙ্গে নিয়ে হাট সংলগ্ন ডিএনডি লেকে গোসল করতে যান ফজলু হাওলাদার। এসময় কখন যে তার ছেলে ফয়সাল লেকের পানিতে তলিয়ে গেছে তিনি দেখতে পান নি। ছেলেকে খোঁজে না পয়ে লেকের ঘাটে পোশাক পরে থাকতে দেখে ধারনা করেন তার ছেলে পানিতে তলিয়ে গেছে। খবর পেয়ে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরী দল এসে বিকেল সাড়ে ৫ টার দিকে ফয়সাল হাওলাদারের মৃতদেহ উদ্ধার করেন। এতে গরুর হাট এলাকায় নেমে আসে শোকের ছায়া। কান্নায় ভেঙ্গে পরেন নিহতের পিতা ফজলু হাওলাদার।
বেপারী ফজলু হাওলাদারের সঙ্গে আসা আরেক বেপারী লিটন খান জানান, দুপুর ২ টা সময় লেকের পানিতে গোসল করতে নামে ফয়সাল। তাকে অনেক খোঁজাখুঁজি ও হাটের মাইকে ঘোষণা দিয়েও কোন সন্ধান পাওয়া যায়নি। লেকের ঘাটে তার কাপড়চোপড় পরে থাকতে দেখে আমরা বুঝতে পারি সে পানিতে পরে গেছে। পরে ফায়ার সার্ভিসকে খবর দেই।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি লিডার সিদ্দিকুর রহমান জানান,গোসল করতে গিয়ে ছেলেটে আর উঠতে না পেরে পানিতে তলিয়ে যায়। খবর পেয়ে দ্রুত ছুটে এসে ২ ঘন্টা চেষ্টার পর লাশ উদ্ধার করি।
ঘটনাস্থলে আসা সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক শাহ আলম নিহতের স্বজনদের কোন অভিযোগ নেই। তাই লাশ নিজ গ্রামে নিয়ে গেছে।
সর্ব শেষ:
সিদ্ধিরগঞ্জে হলোনা গরু বিক্রি বাড়িতে ফিরলেন ছেলের লাশ নিয়ে
-
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশের সময় : ০৮:৫০:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫
- ৪০৭ বার পড়া হয়েছে
খবর টি শেয়ার করুন :
সর্বাধিক পঠিত