নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী পালন করা হয়েছে।
শুক্রবার (৩০ মে) দুপুরে সিদ্ধিরগঞ্জের সিআইখোলা বউ বাজার এলাকায় স্বেচ্ছাসেবক দল নেতা হাবিবুল্লাহ ও জনি ইসলামের আয়োজনে মিলাদ-দোয়া ও তাবারক বিতরণের মধ্য দিয়ে এ শাহাদাৎ বার্ষিকী পালন করা হয় ।
নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আক্তার হোসেনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মমিনুর রহমান বাবু। বিশেষ অতিথি ছিলেন, মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন মির্জা জনি। এসময় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।