ঈদুল আজহাকে সামনে রেখে ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চেক পোষ্ট বসিয়ে যানবাহনে তল্লাশি শুরু করছে র্যাব-১১।
এ সময় র্যাবের তল্লাশি কার্যক্রমে সহযোগিতা করছেন জেলা ট্রাফিক পুলিশ।
শুক্রবার (৩০ মে) সকাল থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সানারপাড় ইউটার্ণ এলাকায় র্যাব-১১, সিপিসি-১ নারায়ণগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর সাদমান ইবনে আলমের নেতৃত্বে এ তল্লাশি কার্যক্রম চালানো হয়।
র্যাব জানায়, ঈদ যাত্রা নির্বিঘ্ন ও নিরাপদ করতে ছোট বড় যানবাহনে আমরা তল্লাশি চালাচ্ছি। এছাড়া বিভিন্ন সড়কে চেক পোষ্ট বসানো হয়েছে। কোনো যানবাহনের গতিবিধি সন্দেহজনক মনে হলে সেগুলোতে তল্লাশি করা হচ্ছে। চেকপোস্টে বাস, প্রাইভেটকার, মাইক্রোবাস ও মোটরসাইকেল এর কাগজপত্র এবং চালকদের ড্রাইভিং লাইসেন্স যাচাই করা হয়।
সিপিসি-১ কোম্পানি কমান্ডার মেজর সাদমান ইবনে আলম বলেন, একটি বিশেষ টহলের অংশ হিসেবে ইতিমধ্যে দেশের বিভিন্ন স্থানে এক যোগে র্যাব কাজ করছে। ঈদে যাতে যাত্রীরা নিরাপদে বাড়ি যেতে পারে এবং কোন দূর্ঘটনার শিকার না হয় সে লক্ষ্যে আমরা চেক পোষ্ট কার্যক্রম চালাচ্ছি। যারা ট্রাফিক আইন ভেঙ্গে মহাসড়কে চলাচল করছে আমরা তাদেরকে আটক করে তাদের কাগজপত্র যাচাই করছি।