নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ফখরুল ইসলামের হাজী ভিলা নামক বাড়ির একটি দোকানের শাটারের নিজ দিয়ে গড়িয়ে পড়ছিল রক্ত। ভেতর থেকে আসছিল দুর্গন্ধ। মঙ্গলবার বিকেল ৫ টার দিকে এমন দৃশ্য দেখে সন্দেহ হয় স্থানীয়দের। তখন জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দিলে পুলিশ গিয়ে দোকানের শাটার খুলে উদ্ধার করেন আনুমানিক ৪০ বছরের হাত, পা বাঁধা অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত লাশ। থানার কদমতলী নয়াপাড়া অনাবিল ব্রিজ সংলগ্ন ভা-ারীপুল খালপাড় এলাকায় আরফাত ষ্টোর নামক দোকানে নির্মম এ হত্যাকা- ঘটে।
বাড়ির মালিক ফখরুল ইসলাম বলেন,গত ১ জুন এক ব্যক্তিকে দোকানটি ভাড়া দেই। তার কাছ থেকে জাতীয় পরিচয়পত্র কিংবা ছবি সংগ্রহ করিনি। ওই ভাড়াটিয়ার কাছ থেকে শুধু মোবাইল নম্বর রেখেছি। দোকানের ভেতরে মৃতদেহ কি করে আসলো আমি বলতে পারবোনা।
সিদ্ধিরগঞ্জ ওসি মোহাম্মদ শাহিনুর আলম বলেন, দোকানঘর থেকে হাত-পা বাঁধা অবস্থায় এক ব্যক্তির লাশ উদ্ধার করে ময়নাতন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটি একটি হত্যাকা- বলে ধারণা করা হচ্ছে। নিহতের পরিচয় জানার চেষ্টা চলছে। তদন্তের স্বার্থে দোকানটি সিলগালা করা হয়েছে। আশপাশের সিসিটিভির ফুটেজ সংগ্রহ করা হচ্ছে।