সিদ্ধিরগঞ্জে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে মানবন্ধন


Munna Khan প্রকাশের সময় : ১২/০৩/২০২৫, ৫:০১ PM / ৬৮
সিদ্ধিরগঞ্জে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে মানবন্ধন

প্রকাশের সময় 12/03/2025

সিদ্ধিরগঞ্জে চাঁদা দাবি করে তা না পেয়ে একটি ডেভেলপারর্স
কোম্পানীর কেয়ারটেকারের উপর হামলা চালিয়ে তাকে গুরুতর আহত
করেছেন এলাকার চিহিৃত মাদক ব্যবসায়ী ও চাদাবাজ চক্রের সদস্যরা।
অভিযোগ উঠেছে তাঁদের দাবিকৃত চঁাদা না দেয়ায় ওই কোম্পানীর
কর্মকর্তা ও কর্মচারীদের প্রাণ নাশের হুমকিও দিয়েছেন ওই
চাঁদাবাজচক্র। এদিকে তাদের চাঁদাবাজির ঘটনা দামাচাপা দিতে উক্ত
কোম্পানীর বিরুদ্ধে স্থানীয় সাধারণ মানুষ ও মাদক ব্যবসায়ীদের দিয়ে
মানববন্ধনও করেছেন তারা।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানায় কোম্পানীর সহকারী প্রসাশনিক
কর্মকর্তা রাশেদুল ইসলাম বাদি হয়ে ৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত
আরও ১৫/২০ জনকে আসামি করে একটি অভিযোগ দায়ের করেন।
অভিযুক্তরা হলেন, সানারপাড় এলাকার মৃত: সাদেক মিয়ার ছেলে দ্বীন
ইসলাম (৪৫), আল ইসলাম (৩০), মৃত: সাহাবুদ্দিনের ছেলে ইমরান (২৫),
তার স্ত্রী আনোয়ারা (৪৫), মৃত: সাবেদ আলীর ছেলে আলী (২৮)।
অভিযোগ সূত্রে জানা যায়, সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় অবস্থিত
সাজু ডেভেলপারর্স কোম্পানী লিমিটেডের মালিকানাধীন জমি
দীর্ঘদিন ধরে ভোগ দখল করে আসছে। ওই এলাকার চিহিৃত সন্ত্রাসী,
চঁাদাবাজ ও মাদক ব্যবসায়ী দ্বীন ইসলাম, আল ইসলাম, ইমরান হোসেন,
আনোয়ারা বেগম, আলী হোসেনসহ একটি সংঘবদ্ধ চক্র ওই কোম্পানী
থেকে ত্রিশ লাখ টাকা চঁাদা দাবি করেন।
তাদের দাবিকৃত চঁাদা না পেয়ে অভিযুক্তরা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে
ওই কোম্পানীর চলাচলের রাস্তা বন্ধ করে দেয়। এসময় ওই কোম্পানীর
বিভিন্ন স্থাপনা ভেঙ্গে ফেলে ও মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়। এসময়

কেয়ারটেকার আবুল বাসারকে পিটিয়ে গুরুতর আহত করেন। অভিযোগে
আরও উল্লেখ করা হয় গত বছরের ১৭ আগষ্ট উল্লেখিত অভিযুক্তরা চঁাদার
দাবিতে নির্মাণ কাজ বন্ধ করে দেয়।
স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত দ্বীন ইসলাম, আল ইসলাম, ইমরান,
আনোয়ারা বেগম, আলী হোসেন এলাকার চিহিৃত মাদক ব্যবসায়ী ও
চাদাবাজ হিসেবে সুপরিচিত। তাদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জসহ
বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে।
এদিকে কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক শাহজাহান সাজু
মুঠোফোনে সাংবাদিকদের জানান, আমি বিডিডিএল কোম্পানীর
কাছ থেকে জায়গাটি ক্রয় করে ব্যবসা পরিচালনা করে আসছি।
অভিযুক্তরা বারবার আমার কাছে মোটা অংকের চাদা দাবি করে আসছে।
তাদের দাবিকৃত চাদা না পেয়ে আমাদের মালিকানাধীন জমির রাস্তা
বন্ধ করে গুরুত্বপূর্ণ মালামাল নিয়ে যায়। এ বিষয়ে প্রশাসনের বিভিন্ন
দফতরে তাদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ
শাহিনুর আলম জানান, সাজু ডেভেলপার কোম্পানীর কাছে চাদা দাবির
বিষয়ে ওই কোম্পানীর এক কর্মকর্তা বাদি হয়ে থানায় একটি
অভিযোগ দিয়েছেন। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা
হবে বলে জানান তিনি।

ব্রেকিং নিউজ
#রূপগঞ্জে হত্যাসহ বহু মামলার পলাতক আসামী সেলিম রেজা গ্রেফতার#সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সদস্য”হারুন অর রশিদের মুসলিম উম্মাহকে ঈদের শুভেচ্ছা#বিশিষ্টজনদের নিয়ে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের  ইফতার মাহফিল অনুষ্ঠিত #নাঃগঞ্জ জেলা’র  মানবাধিকার ও সাংবাদিক সংগঠনের  আলোচনা,দোয়া  ও ইফতার মাহফিল অনুষ্ঠিত#আদ্-দ্বীনের উদ্যোগে মুক্তেশ্বরী নদীতে সংস্কার ও পরিচ্ছন্নতা#বন্দর ও কলাগাছিয়া ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত#মুন্সীগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত অনুষ্ঠানে ব্যাডমিন্টনে জাতীয় চ্যাম্পিয়ন কাজী প্রাচুর্যকে অভিনন্দন স্মারক প্রদান#মুন্সীগঞ্জে টঙ্গীবাড়ীতে আলুর ভালো ফলনেও হতাশায় কৃষক#বন্দর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল #ফিলিস্তিনি নিরীহ মুসলমানদের উপর হামলাকারীরা মানবতার দুষমন – মাওলানা আবদুল জব্বার #রূপায়ণ টাউনে সন্ত্রাসী হামলায় মসজিদ খতিবসহ আহত- ৩#বকশীগঞ্জে উপজেলা বিএনপির কমিটি বাতিলের দাবিতে পদ বঞ্চিত নেতাকর্মীদের বিক্ষোভ ও প্রতিবাদ সভা#আওয়ামীলীগ ঘেসা কেউ ওয়ার্ড কমিটিতে স্থান পাবে না–সাখাওয়াত ইসলাম রানা#ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, ৪ জনকে কুপিয়ে জখম#জমি সংক্রান্ত বিরোধে পূর্ব শত্রুতায় বৃদ্ধের মাথা ফাঁটালো ভাই ভাতিজা#ভুয়া পরিচয়, ভুয়া সনদ আর ব্ল্যাকমেইল’ শেখ তিতুমিরের প্রতারণার সাম্রাজ্য#আওয়ামী সন্ত্রাসী গারনেট বর্তমানে বিএনপি নেতা#অবশেষে সিলেটবাসী ফেরত পেলো ‘এম সাইফুর রহমান শিশুপার্ক#নাটোরে ঘোড়ার মাংস বিক্রি নিষিদ্ধ করেছে স্থানীয় প্রশাসন#সিদ্ধিরগঞ্জে বাংলাদেশ প্রতিদিনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ইফতার মাহফিল