চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় সারা ফাউন্ডেশন যুবকল্যাণ সংস্থার উদ্যোগে গুনীজন সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ জুন ২০২৫) ছেংগারচর বাজারস্থ মেডিফাস্ট সেন্টারে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপি সদস্য ও ছেংগারচর বাজার বণিক সমিতির সভাপতি আব্দুল মান্নান লস্কর, ছেংগারচর পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল ফরাজি এবং বিশিষ্ট সাংবাদিক ইসমাইল খান টিটু।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সারা ফাউন্ডেশন যুবকল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা ও পরিচালক মো. আমিরুল ইসলাম রাসেল। সঞ্চালনায় ছিলেন সংস্থার রক্ত বিষয়ক সম্পাদক মো. জুম্মান হোসেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, সারা ফাউন্ডেশন একটি মানবিক ও সমাজসেবামূলক সংগঠন হিসেবে করোনাকালীন সময়ে ফ্রি অক্সিজেন সেবা প্রদান, এতিম মাদ্রাসা ছাত্রদের সহায়তা, রক্তদান কর্মসূচি, প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ এবং লঞ্চ ঘাটে ভাসমান লাইব্রেরি স্থাপনসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে প্রশংসনীয় ভূমিকা রেখেছে।
বক্তারা আরও বলেন, এ ধরনের সামাজিক উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনে এবং তরুণ প্রজন্মকে এগিয়ে যেতে অনুপ্রাণিত করে।
আলোচনা সভা শেষে গুনীজনদের সংবর্ধনা প্রদান করা হয়। উপস্থিত গুনীজনরা সমাজসেবায় নিজেদের ভূমিকার কথা তুলে ধরেন এবং এ ধরনের আয়োজনের জন্য সারা ফাউন্ডেশনকে ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সংগঠনের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।