খানসামা (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের খানসামা উপজেলায় সরল পথ মিডিয়ার পরিচালক দুবাই প্রবাসীর পক্ষ থেকে ১ জন অসহায় দরিদ্র, পরিবারের মাঝে ঈদ উপহার হিসাবে চার্জার ভ্যান দেওয়া হয়। শুক্রবার (২১ এপ্রিল) সকালে খানসাম উপজেলার ৩ নং আংগারপাড়া ইউনিয়নের সুবর্ণ খুলী গ্রামের সুরত আলী পাড়ার মৃত হযরত আলীর ছেলে আবদুর রাজ্জাকে সরল পথ মিডিয়া স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে দিনাজপুর জেলার খানসামা উপজেলা প্রতিনিধি অসহায় গরীব মানুষের আস্থার প্রতিক আঃ জব্বার এবং স্বেচ্ছাসেবীদের সহযোগিতায় ঈদ উপহার হিসেবে চার্জার ভ্যান গাড়ী পেয়ে খুশি হয়েছেন। চার্জার গাড়ী পেয়ে রাজ্জাক আবেক আপ্লূত হয়ে সরল পথ মিডিয়ার চেয়ারম্যান এর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন স্ত্রী সন্তান কে রেখে ঢাকায় রিকশা চালাতাম। আর স্ত্রী সন্তানকে রেখে ঢাকায় যেতে হবে না।এলাকায় রিকশা চালিয়ে সংসার এবং অসুস্থ স্ত্রী দেখাশুনা করতে পারবো। জানা যায় আবদুর রাজ্জাক বাড়িতে অসুস্থ স্ত্রী ও প্রতিবন্ধী মেয়েকে রেখে দীর্ঘদিন ধরে ঢাকায় রিকশা চালিয়ে অসুস্থ স্ত্রী এবং প্রতিবন্ধী মেয়ের চিকিৎসা খরচ চালাতেন। পরে বিষয়টি সরল পথ মিডিয়ার উপজেলা প্রতিনিধি আঃ জব্বার জানতে পারলে বেসরকারি সংস্থা সরল পথ মিডিয়ার পরিচালক বরাবর আবেদন করলে পরে সরল পথ মিডিয়া আবদুর রাজ্জাকের জন্য ভ্যান গাড়ির ব্যবস্থা করে দেয়। সরল পথ মিডিয়া দীর্ঘদিন ধরে গরিব অসহায় মানুষের মাঝে সেলাই মেশিন, নলকূপ, মসজিদ,নামজের পার্টি, হুইল চেয়ার, ইফতার বিতরণ করেন।