ঢাকাবৃহস্পতিবার , ১১ মে ২০২৩
  1. Breaking News
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আজকের রাশিফল
  5. আন্তর্জাতিক
  6. আপরাধ
  7. কৃষি
  8. কোভিড-১৯
  9. ক্যাম্পাস
  10. খেলাধুলা
  11. জাঁতীয়
  12. জামালপুর
  13. টপ স্লাইডার
  14. তথ্য প্রযুক্তি
  15. দূর্ঘটনা
আজকের সর্বশেষ সবখবর

শ্রীমঙ্গলে অফিসার্স ক্লাবের নতুন ভবন উদ্বোধন

Sokal Pratidin
মে ১১, ২০২৩ ৮:১৫ অপরাহ্ণ
Link Copied!

 

 রাজেশ ভৌমিক , শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি:

মৌলভীবাজারে শ্রীমঙ্গলে দৃষ্টিনন্দন অফিসার্স ক্লাবের নতুন ভবন এর শুভ উদ্বোধন করা হয়েছে। সবুজ গাছগাছালির নীড়ে লাল টিনের ছাউনি দিয়ে বাংলোর আদলে গড়ে তোলা হয়েছে অফিসার্স ক্লাব। বুধবার (১০ মে) রাতে নানা আয়োজনের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অফিসার্স ক্লাবের নবনির্মিত ভবনের উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি। শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজিব মাহমুদ মিঠুনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা অসীম কুমার কর। এ সময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গলের সহকারী কমিশনার (ভূমি) সন্দ্বীপ তালুকদার, উপজেলা ভাইস চেয়ারম্যান হাজী মোহাম্মদ লিটন আহমেদ, নারী ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জগৎজ্যোতি ধর শুভ্র, উপজেলা প্রকৌশলী মো. ইউসুফ হোসেন খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আছাদুজ্জামান, জনস্বাস্থ্য প্রকৌশলী মো. সাইফুল ইসলাম, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সভাপতি বিশ্বজ্যোতি চৌধুরী, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমাম হোসেন সোহেল সহ উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাগণ এবং উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ। জানা গেছে স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি, উপজেলা চেয়ারম্যান ভানুলাল রায় ও অন্যান্য কর্মকর্তাদের আন্তরিক সহযোগিতায় দৃষ্টিনন্দন অফিসার্স ক্লাব নির্মাণ করা হয়েছে। এই কার্যক্রম সার্বক্ষণিক তদারকিতে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজীব মাহমুদ মিঠুন। পর্যটন নগরী শ্রীমঙ্গলে একটি দৃষ্টিনন্দন অফিসার্স ক্লাবের ভবন নির্মাণের মাধ্যমে যারা এই কার্যক্রমের সাথে জড়িত ছিলেন তারা তাদের উন্নত রুচির বহিঃপ্রকাশ ঘটিয়েছেন বলে মনে করেন উপস্থিত অতিথিরা। এই কার্যক্রমে আন্তরিকভাবে যারা সহযোগিতা করেছেন তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।