এসডি সোহেল রানা স্টাফ রিপোর্টার,
সিয়াম সাধনার মাস পবিত্র মাহে রমজান উপলক্ষে জাতীয় পার্টির উদ্যোগে শ্রীবরদীতে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৭ ই এপ্রিল সোমবার বিকেলে শ্রীবরদী পৌর শহরের উত্তর বাজার এলাকায় উপজেলা জাতীয় পার্টির আহবায়ক বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজসেবক ইঞ্জিনিয়ার মো সিরাজুল হকের আয়োজনে উপজেলা জাতীয় পার্টির উদ্যোগ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক ও যুব সমাজের অহংকার মো পারভেজ আহাম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক এসএম আশরাফ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর শহর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক বাবু মানিক কর্মকার,শ্রীবরদী উপজেলা জাতীয় পার্টি যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম শাহীন, মো নুরুজ্জামান, সেলিম কমিশনার, বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব তারেক মুহম্মদ আব্দুল্লাহ রানা। এ সময় শ্রীবরদী সদর ইউনিয়ন জাতীয় পার্টির আহব্বায়ক খোয়াজ আলী, গোসাইপুর ইউনিয়ন সভাপতি আবু বক্কর সিদ্দিক মুহুরী, সাধারণ সম্পাদক মো মাহমুদ মিয়া, রানীশিমুল ইউনিয়ন সভাপতি ফারুক মিয়া, খড়িয়াকাজির চর ইউনিয়ন সভাপতি মো সাইফুল ইসলাম, ভেলুয়ার বর্ষিয়ান জাতীয় পার্টির নেতা হানিফ মেম্বার সহ জাতীয় পার্টির বিভিন্ন স্তরের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।