ঢাকাসোমবার , ২৭ মার্চ ২০২৩
  1. Breaking News
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আজকের রাশিফল
  5. আন্তর্জাতিক
  6. আপরাধ
  7. কৃষি
  8. কোভিড-১৯
  9. ক্যাম্পাস
  10. খেলাধুলা
  11. জাঁতীয়
  12. জামালপুর
  13. টপ স্লাইডার
  14. তথ্য প্রযুক্তি
  15. দূর্ঘটনা
আজকের সর্বশেষ সবখবর

শেরপুর ঝিনাইগাতীতে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

Sokal Pratidin
মার্চ ২৭, ২০২৩ ৬:১৩ অপরাহ্ণ
Link Copied!

 এসডি সোহেল রানা স্টাফ রিপোর্টার, “কৃষিই সমৃদ্ধি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের ঝিনাইগাতীতে ২০২২-২৩ অর্থবছরের খরিপ-১/২০২৩-২৪ মৌসুমে উফশী আউশ ধানের উৎপাদন বৃদ্ধির জন্য ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সহায়তা প্রদান কর্মসূচীর শুভ উদ্বোধন করা হয়।

২৭ মার্চ সোমবার দুপুর ১২ টায় উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ের আয়োজনে এবং উপজেলা প্রশাসনের সহযোগীতায় এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন, অনুষ্ঠানের প্রধান অতিথি, জাতীয় সংসদ সদস্য, শেরপৃর-৩, আলহাজ প্রকৌশলী এ.কে.এম ফজলুল হক। কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ফরহাদ হোসেন এর উপস্থাপনায় উপজেলা নির্বাহী অফিসার মো. ফারুক আল মাসুদ এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগতিক বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার মো. হুমায়ুন দিলদার।

বিশেষ অতিথি ছিলেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুল আলম ভুইয়া, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা: এটিএম ফয়জুর রাজ্জাক আকন্দ, জেলা কৃষকলীগের সভাপতি আব্দুল কাদির, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, যুবলীগের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, যুবলীগের সাধারণ সম্পাদক শাহ আলম, উপজেলা মহিলা আ’লীগের আহবায়ক আয়শা সিদ্দিকা রুপালী, শ্রমিক লীগের আহবায়ক নুরল ইসলাম ফটিক প্রমুখ।

অনুষ্ঠানে ১২৫০ কৃষকের মাঝে বিনামুল্যে বীজ ও সার প্রদান করা হয়। এতে প্রত্যেক কৃষককে ৫ কেজি ধান বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়। এসময় উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, উপকার ভোগী কৃষক সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।