ঢাকাসোমবার , ২০ ফেব্রুয়ারি ২০২৩
  1. Breaking News
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আজকের রাশিফল
  5. আন্তর্জাতিক
  6. আপরাধ
  7. কৃষি
  8. কোভিড-১৯
  9. ক্যাম্পাস
  10. খেলাধুলা
  11. জাঁতীয়
  12. জামালপুর
  13. টপ স্লাইডার
  14. তথ্য প্রযুক্তি
  15. দূর্ঘটনা
আজকের সর্বশেষ সবখবর

শেরপুর জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

Sokal Pratidin
ফেব্রুয়ারি ২০, ২০২৩ ১১:১৩ অপরাহ্ণ
Link Copied!

এসডি সোহেল রানা স্টাফ রিপোর্টার।
শেরপুর ২০ ফেব্রুয়ারি জনাব মোঃ কামরুজ্জামান বিপিএম, পুলিশ সুপার,শেরপুর এর সভাপতিত্বে পুলিশ সুপারের কার্যালয় এর সম্মেলন কক্ষে জানুয়ারি ২০২৩ খ্রিঃ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।সভার শুরুতেই পূর্ববর্তী অপরাধ পর্যালোচনা সভার গৃহীত সিদ্ধান্তের বাস্তবায়ন বিষয়ে আলোচনা হয়।পরবর্তীতে সভায় জেলার বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি,জঙ্গি দমন, অস্ত্র ও মাদক উদ্ধার,কমিনিটি পুলিশিং ও বিট পুলিশিং কার্যক্রম জোরদার,জেলার মুলতবি মামলা,গ্রেফতারি পরোয়ানা নিষ্পত্তি,স্পর্শকাতর মামলা সমূহের অগ্রগতি সহ জেলার গোয়েন্দা কার্যক্রম বিষয়ে বিস্তর আলোচনা করা হয়।পুলিশ সুপার মহোদয় তাঁর বক্তব্যে জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও সামগ্রিক বিষয়াদি নিয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।পাশাপাশি দেশে বর্তমানে বিরাজমান স্বাভাবিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে নিষ্ঠা,পেশাদারিত্ব ও সততার সাথে দায়িত্ব পালনের জন্য পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানান।সভায় জানুয়ারি ২০২৩ খ্রি. মাসে বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অর্জন এবং চৌকস কার্য সম্পাদনের জন্য পুলিশ সুপার,শেরপুর জেলার বিভিন্ন ইউনিটে কর্মরত চৌকস পুলিশ সদস্যদের পুরস্কৃত করেন।সভায় শেরপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত হন মোহাম্মদ রিয়াদ মাহমুদ, অফিস ইনচার্জ,নকলা থানা,শেরপুর।শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার হিসেবে নির্বাচিত হন মোহাম্মদ আজিজুল হক,এসআই (নিরস্ত্র) ডিবি,শেরপুর; শ্রেষ্ঠ এসআই হিসেবে নির্বাচিত হন জনাব সাদ্দাম হোসেন, এসআই (নিরস্ত্র) নকলা থানা, শেরপুর ও শ্রেষ্ঠ এএসআই হিসেবে নির্বাচিত হন হানিফ উদ্দিন, এএসআই (নিরস্ত্র) ঝিনাইগাতী থানা, শেরপুর।শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হিসেবে নির্বাচিত হন আমিনুল ইসলাম, এএসআই (নিরস্ত্র), শেরপুর সদর থানা, শেরপুর। শ্রেষ্ঠ ট্রাফিক প্রসিকিউশন দাখিলকারী কর্মকর্তা হিসেবে নির্বাচিত হন সার্জেন্ট/মোঃ রুবেল মিয়া, সদর ট্রাফিক, শেরপুর।উক্ত সভায় মোহাম্মদ আবু বকর সিদ্দিক, অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন ও অর্থ), শেরপুর,মোঃ সোহেল মাহমুদ পিপিএম,অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), শেরপুর; সকল থানার অফিসার ইনচার্জ, ইন্সপেক্টর (তদন্ত)’গণ, পিবিআই, সিআইডি’র প্রতিনিধি সহ গুরুত্বপূর্ণ বিভিন্ন মামলার তদন্তকারী কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।