ঢাকারবিবার , ৩০ এপ্রিল ২০২৩
  1. Breaking News
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আজকের রাশিফল
  5. আন্তর্জাতিক
  6. আপরাধ
  7. কৃষি
  8. কোভিড-১৯
  9. ক্যাম্পাস
  10. খেলাধুলা
  11. জাঁতীয়
  12. জামালপুর
  13. টপ স্লাইডার
  14. তথ্য প্রযুক্তি
  15. দূর্ঘটনা
আজকের সর্বশেষ সবখবর

শেরপুর জগৎপুর গণহত্যা দিবস উপলক্ষে পুনাকের উদ্যোগে স্মরণ সভা ও উপহার সামগ্রী বিতরণ

Sokal Pratidin
এপ্রিল ৩০, ২০২৩ ১১:১৮ অপরাহ্ণ
Link Copied!

এসডি সোহেল রানা স্টাফ রিপোর্টার,

শেরপুরে ৩০ এপ্রিল স্বাধীনতার ৫২ বছর পর জগৎপুর গণহত্যা দিবস উপলক্ষে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), শেরপুরের উদ্যোগে স্মরণ সভা ও উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। রবিবার (৩০ এপ্রিল ২০২৩) ঝিনাইগাতী উপজেলার জগৎপুর গণহত্যা দিবস উপলক্ষে বিকেল ৪ ঘটিকায় জগৎপুর গ্রামে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), শেরপুরের আয়োজনে এ স্মরণ সভা ও উপহার সামগ্রী বিতরণ করা হয়। জনাব সানজিদা হক মৌ, সভানেত্রী, পুনাক, শেরপুর এর সভাপতিত্বে স্মরণ সভা ও উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ কামরুজ্জামান বিপিএম, পুলিশ সুপার, শেরপুর মহোদয়। জনাব মনিররুল আলম ভূঁইয়া, অফিসার ইনচার্জ, ঝিনাইগাতী থানা, শেরপুর এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জনাব মোহাম্মদ ফখরুজ্জামান জুয়েল পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), শেরপুর; জনাব শিব শংকর কারুয়া , সহযোগী অধ্যাপক, শেরপুর সরকারি কলেজ; দেবাশীষ ভট্রাচার্য, সভপতি, হিন্দু বৌদ্ধ ও খ্রিস্টান যুব ঐক্য পরিষদ, শেরপুর; জনাব আবুল কালাম আজাদ, প্রধান শিক্ষক, প্লেস, শেরপুর; জনাব শফিকুল ইসলাম, চেয়ারম্যান, ২নং ধানশাইল ইউনিয়ন পরিষদ, শেরপুর। এছাড়াও জগৎপুর গ্রামে গণহত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী, বীর মুক্তিযোদ্ধা ও শহীদ স্বজনরা গণহত্যার স্মৃতি চারণমূলক বক্তব্য প্রদান করেন পাইকুড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনাব বিমল চন্দ্র দে, বীর মুক্তিযোদ্ধা জনাব ইমেদ আলী, শিক্ষক শ্রী সুবাস চন্দ্র দে প্রমুখ। আলোচনা সভা শেষে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), শেরপুরের উদ্যোগে জগৎপুর গ্রামের গণহত্যায় শহীদ পরিবারের স্বজন, বীর মুক্তিযোদ্ধা ও অসহায় দুস্থ ৮০টি পরিবারের মধ্যে শাড়ী ও লুঙ্গি বিতরণ করেন সম্মানিত পুলিশ সুপার ও পুনাক সভানেত্রী, শেরপুর মহোদয়। উল্লেখ্য, ১৯৭১ সালের ৩০ এপ্রিল শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ধানশাইল ইউনিয়নের জগৎপুর গ্রামে নৃশংস গণহত্যা চালায় পাকিস্তানী হানাদার বাহিনী। সেদিন ওই গণহত্যায় শহীদ হন অন্তত ১৫০ জন মানুষ। তাদের রক্তে লাল হয় রঙ্গা বিলের পানি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।