বাবুল মিয়া নিজস্ব প্রতিবেদক।
শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃ ভাষা দিবস উপলক্ষে শেরপুরে স্কুল ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের অংশ গ্রহনে চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।জেলা সরকারী গণগ্রন্থাগারের আয়োজনে ১৮ ফেব্রুয়ারী শনিবার বিকেলে গ্রন্থাগার মিলনায়তনে এসব প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।এসময় গণগ্রন্থাগারের লাইব্রেরীয়ান সাজ্জাদুল করিম উপস্থিত ছিলেন।প্রতিযোগিতায় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।উপস্থিত প্রতিযোগিদের মধ্যে স্কুল ও কলেজ পর্যায় রচনায় পৃথক ২ টি ও স্নাতক ও সর্বসাধারণের পৃথকে ২ টি গ্রুপে এবং চিত্রাংকন প্রতিযোগিতায় স্কুল পর্যায়ে পৃথক ২ টি গ্রুপে অংশ নেয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।