এসডি সোহেল রানা স্টাফ রিপোর্টার, শুক্রবার (১০ মার্চ) সকালে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ শ্রীবরদীর আয়োজনে পরিষদ চত্বর থেকে একটি রেলি বের হয়। পরে সম্মেলন কক্ষ সোমেশ্বরীতে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ইফতেখার ইউনুস। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শ্রীবরদী কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের সভাপতি ফখরুজ্জামান সেলিম, শ্রীবরদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার, পরে সচেতনতার লক্ষ্যে ফায়ার সার্ভিসের সদস্যরা পরিষদ চত্বরে আগুন নেভানোর কৌশল দেখান। এসময় উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, ফায়ার সার্ভিসের সদস্য, গণমাধ্যমকর্মী সহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন উপস্থিত ছিলেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।