ঢাকাশনিবার , ৪ মার্চ ২০২৩
  1. Breaking News
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আজকের রাশিফল
  5. আন্তর্জাতিক
  6. আপরাধ
  7. কৃষি
  8. কোভিড-১৯
  9. ক্যাম্পাস
  10. খেলাধুলা
  11. জাঁতীয়
  12. জামালপুর
  13. টপ স্লাইডার
  14. তথ্য প্রযুক্তি
  15. দূর্ঘটনা
আজকের সর্বশেষ সবখবর

শিবরামপুরে ৪ দিন ধরে ২ বছরের এক শিশু নিখোঁজ!

Sokal Pratidin
মার্চ ৪, ২০২৩ ৬:১১ অপরাহ্ণ
Link Copied!

পবিত্র দেব সমীর, স্টাফ রিপোর্টার:দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলায় ১ নং শিবরামপুর ইউনিয়নে ইশান চন্দ্র বর্মণ (২) নামের এক শিশু চার দিন ধরে নিখোঁজ রয়েছে। শনিবার (৪ মার্চ) দুপুর পর্যন্ত ওই শিশু কোনো খোঁজ পাওয়া যায়নি। এ ঘটনায় গত বৃহস্পতিবার নিখোঁজ ইশানের বাবা গোপেন চন্দ্র রায় (৩৯) বীরগঞ্জ থানায় একটি সাধারণ ডায়রি (জিডি) করনে। নিখোঁজ ইশানের পরিবার সূত্রে  জানা যায়, গত বুধবার সকালে ইশান তার মায়ের কোল থেকে নেমে বাড়ির সামনে একা একা খেলছিলো। ইশানের মা তার থেকে ২৫/৩০ ফুট দূরে পাশে বাড়ির এক মহিলার সাথে কথা বলছিলেন। হঠাৎ ইশানের মা দেখে ইশান যেখানে খেলছিলো, সেখানে ইশান নেই।  ইশানের মা ও আত্মীয়-স্বজনসহ পরিবারের লোকজন আশপাশের বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পায়নি। পরবর্তীতে গত বুধবার রাতে ইউপি সদস্য যাদব চন্দ্র অধিকারীর সহযোগিতায় বীরগঞ্জ থানা প্রশাসনকে বিষয়টি অবগত করেন। এবং বৃহস্পতিবার সকালে নিখোঁজ ইশানের বাবা থানায় একটি জিডি করেন। এ বিষয়ে বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ সুব্রত কুমার বলেন, সাধারণ ডায়েরি হওয়ার পর থেকে এ বিষয়ে তদন্ত চলছে। এবং আমি নিজেও ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ বিষয়ে বিস্তারিত খবর নেওয়া হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।