ঢাকারবিবার , ১৯ ফেব্রুয়ারি ২০২৩
  1. Breaking News
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আজকের রাশিফল
  5. আন্তর্জাতিক
  6. আপরাধ
  7. কৃষি
  8. কোভিড-১৯
  9. ক্যাম্পাস
  10. খেলাধুলা
  11. জাঁতীয়
  12. জামালপুর
  13. টপ স্লাইডার
  14. তথ্য প্রযুক্তি
  15. দূর্ঘটনা
আজকের সর্বশেষ সবখবর

লালমোহনে ইউপি সচিবের বিরুদ্ধে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ

Sokal Pratidin
ফেব্রুয়ারি ১৯, ২০২৩ ৩:৫৪ অপরাহ্ণ
Link Copied!

এম এ হান্নান ভোলা জেলা প্রতিনিধি।

ভোলার লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়ন পরিষদের সচিব মো: সিদ্দিকুর রহমানের বিরুদ্ধে অনলাইন সেবার সরকারি ফিসহ নানা খাতের ৬ লক্ষাধিক টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে।এমন ঘটনায় গত ১৪ ফেব্রুয়ারি চরফ্যাশন উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন চর মানিকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: শফিউল্লাহ ও উদ্যোক্তা মো: মনিরুল ইসলাম।অভিযোগে বলা হয়, চরফ্যাশন উপজেলার চর মানিকা ইউনিয়ন পরিষদের সচিব ছিলেন মো: সিদ্দিকুর রহমান। ইউনিয়নের জন্মসনদ, মৃত্যুসনদসহ নানা অনলাইন সেবার সরকারি ফি নিয়মিত উদ্যোক্তা মনিরের কাছ থেকে সংগ্রহ করলেও তা জমা না দিয়ে আত্মসাৎ করেছেন সচিব।উদ্যোক্তা মো: মনিরুল ইসলাম জানান, সচিব সিদ্দিকুর রহমান চর মানিকা ইউনিয়ন পরিষদে থাকাকালীন সরকারি ফি বকেয়ার বিষয়টি নজরে আসেনি। তিনি যখন লালমোহনের বদরপুরে বদলী হলে হঠাৎই অনলাইন সেবা বন্ধ হয়ে যায়। এসময় অনলাইনের ওটিপি কোডের জন্য আবেদন করলে তা সচিব সিদ্দিকুর রহমানের মোবাইলে চলে যায়। তার কাছ থেকে কোড চাইতে গেলে তিনি বলেন, টাকা বকেয়া থাকায় সেবা বন্ধ রেখেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এতে হতভম্ব হয়ে যান মনিরুল।মনিরুল আরও বলেন, অনলাইন সেবার ফি বাবদ ২লক্ষ ২৩ হাজার টাকা ও পরিষদে অডিট আসলে সেসময় ১লক্ষ ৪০ হাজার টাকা নেন সচিব সিদ্দিকুর রহমান।চর মানিকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: শফিউল্লাহ বলেন, নিবন্ধনের সরকারি ফি সিদ্দিকুর রহমানের হাতে তুলে না দিলেই আমাকে জানাতেন তিনি। পরে মনিরকে জানালে সে সরকারি ফি সচিবের হাতে তুলে দিত। অথচ সরকারি কোষাগারে ওই টাকা জমা না দিয়ে সচিব নিজেই আত্মসাৎ করায় এখন অনলাইন সেবা বন্ধ হয়ে গেছে। আমার ইউনিয়নবাসীকে সেবা বঞ্চিত করে সচিব বদলী হয়ে বদরপুর চলে যায়।এদিকে শুধু সরকারি টাকা নয়, বিভিন্ন ভাতা পাইয়ে দেয়ার কথা বলে সাধারণ মানুষের কাছ থেকে হাজার হাজার টাকা আত্মসাতের অভিযোগও রয়েছে সচিব সিদ্দিকুর রহমানের বিরুদ্ধে।এ বিষয়ে জানতে চাইলে অভিযোগ অস্বীকার করে ইউপি সচিব সিদ্দিকুর রহমান বলেন, আমি কোনও নিবন্ধনে কখনও স্বাক্ষর করিনি এবং কোনও টাকাও নেইনি।চরফ্যাশন উপজেলা নির্বাহী অফিসার ইউএনও আল নোমান বলেন, ইউপি সচিব সিদ্দিকুর রহমানের বিরুদ্ধে লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।