সোহেল কবির, স্টাফ রিপোর্টকর
নারায়ণগঞ্জের রূপগঞ্জে প্লাস্টিকের বস্তায় চাল বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। রূপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কামরুল হাসান মারুফ এ অভিযান পরিচালনা করেন। আজ ২ মে মঙ্গলবার উপজেলার কাঞন বাজারে পাটের বস্তার পরিবর্তে প্লাস্টিকের বস্তায় চাল বিক্রি করায় ৩ হাজার টাকা করে ৪ প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠানগুলো কাঞ্চন বাজারের মেসার্স জহির স্টোর, মেসার্স দেলোয়ার স্টোর, মেসার্স তানভিরাহমেদ স্টোর ও আশিস স্টোর।
পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যাবহার আইন, ২০১০’ অনুযায়ী ১৯টা পণ্যে পাটের বস্তার সঠিক ব্যবহারে এ অভিযান পরিচালনা করা হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।