ঢাকা ০৬:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

রূপগঞ্জে কাঞ্চন হাইওয়ে পুলিশ ক্যাম্পের উদ্বোধন

সোহেল কবির, স্টাফ রিপোর্টার

 

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচল ৪ নম্বর সেক্টরে কাঞ্চন হাইওয়ে পুলিশ ক্যাম্পের শুভ উদ্বোধন এবং সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার (২৮ মে) সকালে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাইওয়ে পুলিশের গাজীপুর রিজিয়নের অতিরিক্ত ডিআইজি মোঃ শফিকুল ইসলাম, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি (হাইওয়ে) মোঃ দেলোয়ার হোসেন মিঞা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বাইপাস প্রকল্পের পরিচালক সৈয়দ আসলাম আলী। ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেডের

পরিচালক ও সিইও, শাও জিমিং সহ পুলিশ, প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

 

এসময় বক্তারা বলেন, “হাইওয়ে পুলিশ দেশের মহাসড়কগুলোতে নিরাপদ যান চলাচল নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। কাঞ্চন হাইওয়ে পুলিশ ক্যাম্পের কার্যক্রম শুরু হলে এই অঞ্চলে সড়ক দুর্ঘটনা হ্রাস পাবে, যানজট নিয়ন্ত্রণে আসবে এবং যাত্রীসাধারণের নিরাপত্তা জোরদার হবে।একটি কার্যকর নিরাপত্তা ব্যবস্থা গড়ে তুলতে জনগণের সক্রিয় অংশগ্রহণ ও সচেতনতা অপরিহার্য।”

 

“হাইওয়ে পুলিশের ক্যাম্প নির্মাণ উন্নয়নের পাশাপাশি নাগরিকদের যাতায়াতকে আরও নিরাপদ করবে। আমাদের প্রকল্পও এই নিরাপত্তার আওতায় আরও গতিশীল হবে।”

হাইওয়ে পুলিশের এই ক্যাম্প রূপগঞ্জসহ আশপাশের এলাকায় ট্রাফিক ব্যবস্থাপনা, নিরাপত্তা নিশ্চিতকরণ ও অপরাধ দমন কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

খবর টি শেয়ার করুন :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Munna Khan

সর্বাধিক পঠিত

মতলব উত্তরে দুর্বার পাঠশালার উদ্যোগে স্বেচ্ছাসেবী মিলনমেলা ও সম্মাননা স্মারক প্রদান

রূপগঞ্জে কাঞ্চন হাইওয়ে পুলিশ ক্যাম্পের উদ্বোধন

প্রকাশের সময় : ০৩:৪৯:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫

সোহেল কবির, স্টাফ রিপোর্টার

 

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচল ৪ নম্বর সেক্টরে কাঞ্চন হাইওয়ে পুলিশ ক্যাম্পের শুভ উদ্বোধন এবং সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার (২৮ মে) সকালে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাইওয়ে পুলিশের গাজীপুর রিজিয়নের অতিরিক্ত ডিআইজি মোঃ শফিকুল ইসলাম, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি (হাইওয়ে) মোঃ দেলোয়ার হোসেন মিঞা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বাইপাস প্রকল্পের পরিচালক সৈয়দ আসলাম আলী। ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেডের

পরিচালক ও সিইও, শাও জিমিং সহ পুলিশ, প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

 

এসময় বক্তারা বলেন, “হাইওয়ে পুলিশ দেশের মহাসড়কগুলোতে নিরাপদ যান চলাচল নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। কাঞ্চন হাইওয়ে পুলিশ ক্যাম্পের কার্যক্রম শুরু হলে এই অঞ্চলে সড়ক দুর্ঘটনা হ্রাস পাবে, যানজট নিয়ন্ত্রণে আসবে এবং যাত্রীসাধারণের নিরাপত্তা জোরদার হবে।একটি কার্যকর নিরাপত্তা ব্যবস্থা গড়ে তুলতে জনগণের সক্রিয় অংশগ্রহণ ও সচেতনতা অপরিহার্য।”

 

“হাইওয়ে পুলিশের ক্যাম্প নির্মাণ উন্নয়নের পাশাপাশি নাগরিকদের যাতায়াতকে আরও নিরাপদ করবে। আমাদের প্রকল্পও এই নিরাপত্তার আওতায় আরও গতিশীল হবে।”

হাইওয়ে পুলিশের এই ক্যাম্প রূপগঞ্জসহ আশপাশের এলাকায় ট্রাফিক ব্যবস্থাপনা, নিরাপত্তা নিশ্চিতকরণ ও অপরাধ দমন কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”