আল মাসুদ,পঞ্চগড়:-পঞ্চগড়ে রমজান উপলক্ষে বাজার তদারকি অভিযান পরিচালনা করে তিন প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পঞ্চগড়।
বুধবার (২২ মার্চ) বোদা উপজেলার বোদা বাজারে অভিযান পরিচালনা করে তাদের জরিমানা করা হয়।
জানা যায়, পবিত্র রমজান মাসকে সামনে রেখে বাজার তদারকি অভিযান পরিচালনা করা হয়। এ সময় জেলার বোদা বাজারে ভোক্তা অধিকার আইন-২০০৯ এর বিভিন্ন ধারায় মেসার্স লিয়াকত স্টোরকে মূল্য তালিকা না রাখায় ২ হাজার, মেসার্স আকাশ মসলা স্টোরকে মূল্য তালিকা না রাখায়২ হাজার ও মুনস্টার হোটেল লেভেল বিহীন পণ্য দই রাখায় ১ হাজার টাকাসহ মোট ৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
এ সময় অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পঞ্চগড় কার্যালয়ের সহকারী পরিচালক পরেশ চন্দ্র বর্মন।
অভিযান শেষে জনস্বার্থে উপস্থিত ব্যবসায়ীদের সরকার কর্তৃক নির্ধারিত মূল্যে চিনি,সয়াবিন তেল,পণ্য বিক্রয়, মূল্যতালিকা প্রদর্শন,ক্রয় ভাউচার প্রদর্শন,দ্রব্যমূল্যের অযৌক্তিক মূল্যবৃদ্ধি থেকে বিরত থাকার জন্য সচেতন করা হয়।
উক্ত অভিযানে উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর, বোদা বাজার বনিক সমিতির সভাপতি, সাধারণ সম্পাদকসহ জেলা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।পরেশ চন্দ্র বর্মন বলেন, পবিত্র রমজান উপলক্ষে জনস্বার্থে বাজার তদারকি মূলক অভিযান অব্যাহত থাকবে।