ঢাকাশনিবার , ২০ মে ২০২৩
  1. Breaking News
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আজকের রাশিফল
  5. আন্তর্জাতিক
  6. আপরাধ
  7. কৃষি
  8. কোভিড-১৯
  9. ক্যাম্পাস
  10. খেলাধুলা
  11. জাঁতীয়
  12. জামালপুর
  13. টপ স্লাইডার
  14. তথ্য প্রযুক্তি
  15. দূর্ঘটনা
আজকের সর্বশেষ সবখবর

মোহনপুর উপজেলা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

Sokal Pratidin
মে ২০, ২০২৩ ১০:৩৪ অপরাহ্ণ
Link Copied!

জাকির হোসেন, রাজশাহী:

রাজশাহী জেলার মোহনপুর উপজেলা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর ২০২১-২০২২ অর্থ-বর্ষের ২য় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ মে) সকাল ১০টায় খাঁড়ইল উচ্চ বিদ্যালয় মিলনায়তনে মোহনপুর উপজেলা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর আয়োজনে ও দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ (কাল্‌ব) এর সহযোগিতায় বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথি ছিলেন কাল্‌ব ব্যবস্থাপনা পরিষদের খ-অঞ্চলের ডিরেক্টর ও পবা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ ওয়াজেদ আলী খাঁন।মোহনপুর উপজেলা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ব্যবস্থাপনা পরিষদের চেয়ারম্যান সোহরাব আলী এর সভাপতিত্বে ও উপজেলা ব্যবস্থাপক হযরত আলী এর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ জেলার জেলা ব্যবস্থাপক জুড গমেজ, খাঁড়ইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল হোসেন বিশ্বাস।এসময় উপস্থিত ছিলেন অত্র ক্রেডিট ইউনিয়নের ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী প্রাং, সেক্রেটারি নওশাদ আলী, ট্রেজারার আকরাম আলী, ডিরেক্টর মোশাররাফ হোসেন, উপজেলা ব্যবস্থাপক শুভ রায় চৌধুরী, প্রোগ্রাম অফিসার ফারহানা খাতুন শিরিনা ও অফিস সহায়ক আশরাফুল আলম সহ সদস্য, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।উল্লেখ্য এসময় বক্তাগন শেয়ার, সঞ্চয় ও আমানত জমা এবং আয়-ব্যয়সহ সমিতির উন্নয়নে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। শেষে র‌্যাফেল ড্র এর মাধ্যমে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।