মুন্সীগঞ্জে পারিবারিক কলহের জের ধরে নিজে কীটনাশক খেয়ে স্ত্রীকে বটি দিয়ে কুপিয়ে হত্যা করেছে তার স্বামী।এ ঘটনায় পুলিশ ঘাতক স্বামীকে আটক করছে।আটক স্বামী পুলিশ পাহাড়ায় মুন্সীগঞ্জ সদর হাসপাতালে ভর্তি রয়েছে বলে জানাগেছে।
শুক্রবার (১৬ মে)রাত সাড়ে ৯টার দিকে মুন্সীগঞ্জ সদর উপজেলার আধারা ইউনিয়নের দেওয়ানকান্দি এলাকায় এ হত্যাকান্ডের ঘটনা ঘটে।পরে পুলিশ অভিযুক্ত সুজন মোল্লাকে (৪৩) আটক করেছে।প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার দায় স্বীকার করেছেন তিনি।বর্তমানে চিকিৎসার জন্য ২৫০ শয্যা মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি রাখা হয়েছে তাকে।
মুন্সীগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এম সাইফুল আলম এসব তথ্য নিশ্চিত করে বলেন,নিহতের নাম সেলিনা বেগম (৩৫)।তিনি আধারা ইউনিয়নের বকুলতলা এলাকার মোস্তফা হাওলাদারের কন্যা। সুজন মোল্লা একই এলাকার হোসেন মোল্লার পুত্র ও পেশায় অটোরিকশাচালক।সুজন- সেলিনার সংসারে কোন সন্তান নেই। ওসি জানান,শুক্রবার রাতে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাঁটির একপর্যায়ে নিজে কীটনাশক পান করে স্ত্রীকে ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যা করে পালানোর চেষ্টা করেন সুজন মোল্লা।পরে খবর পেয়ে রাত সাড়ে ১০টার দিকে মরদেহ উদ্ধার করে পুলিশ।রাত দেড়টার দিকে দিঘীরপাড় এলাকা থেকে গ্রেপ্তার করা হয় সুজন মোল্লাকে।সুজন মোল্লাকে জিজ্ঞাসাবাদে স্বীকার করেন যে, তিনি পারিবারিক বিরোধের কারণে সেলিনা বেগমকে বটি দিয়ে কুপিয়ে হত্যা করেছেন এবং নিজেও কীটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা করেছেন। ওসি আরো জানান,এ ঘটনায় এখনো কেউ অভিযোগ দায়ের করেনি।নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে এবং আসামী সুজন মোল্লাকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পুলিশ প্রহরায় চিকিৎসাধীন রাখা হয়েছে।এ ব্যপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান ওসি।