ঢাকা ০৭:০১ পূর্বাহ্ন, বুধবার, ০৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

মুন্সীগঞ্জে টঙ্গীবাড়ীতে আলুর ভালো ফলনেও হতাশায় কৃষক

  • প্রতিবেদক এর নাম
  • প্রকাশের সময় : ১২:৫৫:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫
  • ১১৪ বার পড়া হয়েছে

লিটন মাহমুদ মুন্সীগঞ্জ প্রতিনিধি: অন্যান্য বছরের তুলনায় এই বছর মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে আলুর ভালো ফলন হলেও হিমাগারে জায়গা সংকটের দেখা দেওয়ায় হতাশায় ভুগছেন এই উপজেলার কৃষকরা। দিনের পর দিন আলু বোঝাই ট্রাক,লরি,ট্রলি হিমাগারের সামনে দীর্ঘ লাইন ধরে আছে কিন্তু আলু রাখতে পারছেনা। নদী পথে হাসাইল, দিঘিরপাড়, কামারখাড়া ঘাটে গিয়ে দেখা গেছে সেখানেও আলু নিয়ে সারিবদ্ধ ট্রলার নিয়ে কয়েকদিন ধরেই বসে আছে কৃষক। আলু নিয়ে হিমাগারের উদ্দেশ্যে ছেরে যাওয়া গাড়ি পুনরায় ঘাটে আসতে দিন পাড় হয়ে যাওয়ায় ঘাটের লেবাররাও অলস সময় পাড় করছে। এতে কৃষকদের পাশাপাশি ক্ষতিগ্রস্ত হচ্ছে ট্রলার চালক,লেবার ও গাড়িচালক।

কৃষকরা জানায়, গাড়ি না পাওয়ায় দিনের পর দিন ঘাটেই আলু নিয়ে বসে আছি। এতে করে গরমে আলুর পচন ধরে নষ্ট হয়ে যেতে পারে। স্টোর মালিকরা ইচ্ছা করেই লেবার কম নিয়া আমাদের ভোগান্তিতে ফেলতাছে। ট্রলার চালকরা জানান, এক ক্ষেপ মাল নিয়ে যদি ঘাটে বসে থাকি তাহলে যেই টাকা ইনকাম করবো সেই টাকাতো এখানেই শেষ করে খালি হাতে বাড়ি যেতে হবে। ঘাটের লেবাররা জানান, সকালে এক গাড়ি মাল উঠালে ৩ ঘন্টা পর গাড়ি আসে আমরা এখানে বসে বসে বেকার সময় কাটাই।

আলু নামাতে না পাড়ায় গাড়ি চালকরাও আছে সমস্যায়। এসময় চালকরা জানায়, মাল নিয়ে স্টোরে গেলেই স্টোর মালিকরা বলে স্টোর ভরে গেছে মাল নিয়া আইসেন না৷ এক গাড়ি মাল নিয়া স্টোরে গেলে সেই মাল নামাইয়া আসতে আবারো রাত হয়ে যায়। সারাদিন এক গাড়ি মাল নামাইলে খরচও উঠেনা আমাদেরও তো সংসার আছে।

সিদ্ধেশ্বরী কোল্ড স্টোরেজ এর ম্যানেজার ফখরুল জানান, আমাদের স্টোরে ১৩ হাজার মেট্রিকটন আলু রাখার জায়গা আছে, অলরেডি ৯ হাজার মেট্রিকটন আলু রাখা হয়েছে। আমাদের স্টোর প্রায় পরিপূর্ণ হয়েগেছে। হয়তো আর দুই একদিন আলু ভরা যাবে।

টঙ্গীবাড়ী উপজেলা কৃষি অফিসের তথ্যমতে উপজেলার মোট ২৮ টি হিমাগারের মধ্যে ২৬ টি সচল রয়েছে। তাদের তথ্য অনুযায়ী ১৯ মার্চ বুধবার পর্যন্ত ১ লক্ষ ২০ হাজার ৭ মেট্রিকটন আলু হিমাগার গুলোতে তোলা হয়েছে।

খবর টি শেয়ার করুন :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Munna Khan

সর্বাধিক পঠিত

নারায়ণগঞ্জ-৫ আসনে এমপি প্রার্থী সিরাজুল মামুনের পক্ষে মিশনপাড়ায় গণসংযোগ

মুন্সীগঞ্জে টঙ্গীবাড়ীতে আলুর ভালো ফলনেও হতাশায় কৃষক

প্রকাশের সময় : ১২:৫৫:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫

লিটন মাহমুদ মুন্সীগঞ্জ প্রতিনিধি: অন্যান্য বছরের তুলনায় এই বছর মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে আলুর ভালো ফলন হলেও হিমাগারে জায়গা সংকটের দেখা দেওয়ায় হতাশায় ভুগছেন এই উপজেলার কৃষকরা। দিনের পর দিন আলু বোঝাই ট্রাক,লরি,ট্রলি হিমাগারের সামনে দীর্ঘ লাইন ধরে আছে কিন্তু আলু রাখতে পারছেনা। নদী পথে হাসাইল, দিঘিরপাড়, কামারখাড়া ঘাটে গিয়ে দেখা গেছে সেখানেও আলু নিয়ে সারিবদ্ধ ট্রলার নিয়ে কয়েকদিন ধরেই বসে আছে কৃষক। আলু নিয়ে হিমাগারের উদ্দেশ্যে ছেরে যাওয়া গাড়ি পুনরায় ঘাটে আসতে দিন পাড় হয়ে যাওয়ায় ঘাটের লেবাররাও অলস সময় পাড় করছে। এতে কৃষকদের পাশাপাশি ক্ষতিগ্রস্ত হচ্ছে ট্রলার চালক,লেবার ও গাড়িচালক।

কৃষকরা জানায়, গাড়ি না পাওয়ায় দিনের পর দিন ঘাটেই আলু নিয়ে বসে আছি। এতে করে গরমে আলুর পচন ধরে নষ্ট হয়ে যেতে পারে। স্টোর মালিকরা ইচ্ছা করেই লেবার কম নিয়া আমাদের ভোগান্তিতে ফেলতাছে। ট্রলার চালকরা জানান, এক ক্ষেপ মাল নিয়ে যদি ঘাটে বসে থাকি তাহলে যেই টাকা ইনকাম করবো সেই টাকাতো এখানেই শেষ করে খালি হাতে বাড়ি যেতে হবে। ঘাটের লেবাররা জানান, সকালে এক গাড়ি মাল উঠালে ৩ ঘন্টা পর গাড়ি আসে আমরা এখানে বসে বসে বেকার সময় কাটাই।

আলু নামাতে না পাড়ায় গাড়ি চালকরাও আছে সমস্যায়। এসময় চালকরা জানায়, মাল নিয়ে স্টোরে গেলেই স্টোর মালিকরা বলে স্টোর ভরে গেছে মাল নিয়া আইসেন না৷ এক গাড়ি মাল নিয়া স্টোরে গেলে সেই মাল নামাইয়া আসতে আবারো রাত হয়ে যায়। সারাদিন এক গাড়ি মাল নামাইলে খরচও উঠেনা আমাদেরও তো সংসার আছে।

সিদ্ধেশ্বরী কোল্ড স্টোরেজ এর ম্যানেজার ফখরুল জানান, আমাদের স্টোরে ১৩ হাজার মেট্রিকটন আলু রাখার জায়গা আছে, অলরেডি ৯ হাজার মেট্রিকটন আলু রাখা হয়েছে। আমাদের স্টোর প্রায় পরিপূর্ণ হয়েগেছে। হয়তো আর দুই একদিন আলু ভরা যাবে।

টঙ্গীবাড়ী উপজেলা কৃষি অফিসের তথ্যমতে উপজেলার মোট ২৮ টি হিমাগারের মধ্যে ২৬ টি সচল রয়েছে। তাদের তথ্য অনুযায়ী ১৯ মার্চ বুধবার পর্যন্ত ১ লক্ষ ২০ হাজার ৭ মেট্রিকটন আলু হিমাগার গুলোতে তোলা হয়েছে।