প্রকাশের সময় :
০২:২০:১৯ অপরাহ্ন, বুধবার, ৪ জুন ২০২৫
৮৮৪
বার পড়া হয়েছে
Oplus_131072
“আমাদের মুদাফর আমরা সাজাবো” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়নের মুদাফর প্রবাসী কল্যাণ সংগঠনের প্রথম কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (৪ জুন) সকাল ৯টায় সংগঠনের সভাপতি মো. আলমগীর হোসেন দেওয়ান এবং গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন হয়।
কর্মসূচির আওতায় মুদাফর গ্রামের প্রবেশমুখ ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানসমূহে পথচারীদের সহায়তার জন্য স্থাপন করা হয়েছে দিক নির্দেশনামূলক সাইনবোর্ড। এতে করে গ্রামে আগত কিংবা গ্রাম থেকে বের হওয়া যাত্রীরা সহজেই সঠিক পথে চলার সুবিধা পাবেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
মতলব উত্তরে মুদাফর প্রবাসী কল্যাণ সংগঠনের পথচারীদের জন্য দিক নির্দেশনার সাইনবোর্ডের উদ্বোধন।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, আল্লাহর অশেষ রহমতে কর্মসূচি চলাকালীন আবহাওয়া অনুকূলে ছিল, বৃষ্টি হয়নি — যার ফলে কাজ নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে। একই সঙ্গে আসন্ন ঈদ উপলক্ষে মুদাফর গ্রামের প্রবেশপথে একটি ঈদ মোবারক ব্যানারও স্থাপন করা হয়েছে।
সংগঠনের নেতৃবৃন্দ জানান, গ্রামবাসীর আন্তরিক সহযোগিতা এবং সদস্যদের একাগ্র প্রচেষ্টার ফলেই এই কর্মসূচি সফলভাবে বাস্তবায়ন সম্ভব হয়েছে। তাঁরা সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
এটি ছিল সংগঠনের আনুষ্ঠানিক উদ্যোগের জন্য ইতোমধ্যেই গ্রামবাসীর মধ্যে প্রশংসিত হয়েছে।