চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার ঐতিহ্যবাহী মাথাভাঙা আদর্শ উচ্চ বিদ্যালয় ৬০ বছরে পদার্পণ করেছে। এ উপলক্ষে প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা আয়োজনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ৮ জুন (রবিবার) সকালে বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ সভায় উপস্থিত ছিলেন বিভিন্ন ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী, শিক্ষক ও স্কুল পরিচালনা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
সভায় সভাপতিত্ব করেন মাথাভাঙা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক ও বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী মোঃ মোশারফ মাষ্টার। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও প্রাক্তন শিক্ষার্থী মোঃ নাজমুল আলম খোকন।
এছাড়া বক্তব্য রাখেন—
👉 প্রাক্তন শিক্ষার্থী ও প্রকৌশলী মোহাম্মদ আলী
👉 প্রাক্তন শিক্ষার্থী ও পরিচালনা কমিটির সাবেক সভাপতি মোঃ আতাউর রহমান সরকার
👉 প্রাক্তন শিক্ষার্থী ও পরিচালনা কমিটির সাবেক সভাপতি আলহাজ্ব মোঃ মনিরুল ইসলাম
👉 শিক্ষক মোঃ গোলাম হোসেন
👉 প্রাক্তন শিক্ষার্থী ও শিক্ষক মোঃ আব্দুল বাতেন
👉 প্রাক্তন শিক্ষার্থী ও শিক্ষক মোঃ আবু বকর
👉 প্রাক্তন শিক্ষার্থী ও মতলব উত্তর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ খান
👉 প্রাক্তন শিক্ষার্থী মোঃ জসিম উদ্দিন সরকার, মোঃ রোমান সরকার, মোঃ শাহ আলীসহ বিদ্যালয়ের ১৯৬৬ থেকে ২০২৫ ব্যাচের প্রতিনিধি বৃন্দ।
সভায় সর্বসম্মতিক্রমে অনুষ্ঠান বাস্তবায়নের জন্য আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়। গঠিত কমিটির দায়িত্বপ্রাপ্তরা হলেন—
- আহ্বায়ক: মোঃ নাজমুল আলম খোকন (প্রধান শিক্ষক ও প্রাক্তন শিক্ষার্থী)
- যুগ্ম আহ্বায়ক: মোঃ আতাউর রহমান সরকার, আলহাজ্ব মোঃ মনিরুল ইসলাম, মোঃ আতিকুল ইসলাম শিমুল, মোঃ মোজাম্মেল হক
- সদস্য সচিব: মনিরুল ইসলাম আলী নূর
এছাড়া অনুষ্ঠান সহযোগিতায় ছিলেন—
- এসএসসি ২০০৩ ব্যাচ: আলী আহাম্মদ, সোহেল রানা
- এসএসসি ২০০৮ ব্যাচ: আব্দুল কুদ্দুস, রোমান সরকার
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন: এসএসসি ২০০৮ ব্যাচের শিক্ষার্থী মোঃ মাসুদ আলম।
সভার সকল বক্তারা ৬০ বছর পূর্তির এই মহা আয়োজনে সর্বাত্মক সহযোগিতা ও অংশগ্রহণের আহ্বান জানান। তারা বলেন, বিদ্যালয়টির গৌরবময় ইতিহাস ও ঐতিহ্যকে স্মরণীয় করে রাখতে এবং প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে বন্ধন আরও দৃঢ় করতে এই পুনর্মিলনী অনুষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।