চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার দূর্গাপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ সিদ্দিকুর রহমান মিয়াজী (৭৫) হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শনিবার (৩১ মে) বিকাল আনুমানিক ৪টা ৪০ মিনিটে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
সিদ্দিকুর রহমান মিয়াজী ছিলেন ব্রাহ্মণচক দক্ষিণপাড়া মিয়াজী বাড়ির কৃতি সন্তান, তার পিতার নাম মরহুম কিয়াম উদ্দিন মিয়াজি। স্থানীয় সরকার প্রতিনিধি হিসেবে তিনি ছিলেন সদা হাস্যোজ্জ্বল, আন্তরিক ও সৌজন্যপূর্ণ আচরণের অধিকারী। এলাকাবাসীর কাছে তিনি একজন মানবিক, দায়িত্বশীল এবং ভালো মনের মানুষ হিসেবে পরিচিত ছিলেন।
তার মৃত্যুতে দুর্গাপুর ইউনিয়নসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যম ও গ্রামে গ্রামে শোকবার্তায় ভরে উঠেছে। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও রাজনৈতিক নেতৃবৃন্দ তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, চার মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয়-স্বজন রেখে গেছেন।