ঢাকা ১০:৩২ পূর্বাহ্ন, রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

মতলব উত্তরে ইন্দুরিয়া স্কুলে সরকারি বই বিক্রির মহাযজ্ঞ, প্রধান শিক্ষক ছিলেন মূল পরিচালক!

  • ইসমাইল খান টিটু
  • প্রকাশের সময় : ০৯:০৭:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫
  • ৩৯৩ বার পড়া হয়েছে

Oplus_131072

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ইন্দুরিয়া উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক বশির আহমেদের নেতৃত্বে সরকারি বই বিক্রির চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। সহকারী শিক্ষক কাশেমের সহযোগিতায় প্রায় এক টন সরকারি পাঠ্যবই বিক্রির চেষ্টাকালে স্থানীয়দের হাতে হাতেনাতে ধরা পড়েন তারা।
বুধবার (২৫ জুন) রাতে প্রধান শিক্ষক বশির আহাম্মদ ও সহকারী শিক্ষক কাশেম বিদ্যালয়ের পুরনো সরকারি বই হকারের কাছে বিক্রির চেষ্টা করেন। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাদের আটকে ফেলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বশির আহমেদ ও কাশেম স্যার নিজেই হকারকে কল করেন। পরে সেই হকার এসে প্রায় ২০০-২৫০ কেজি বই মাপে। সব মিলিয়ে প্রায় ৩ টনের মতো বই সেখানে প্রস্তুত ছিল।
জিজ্ঞাসাবাদে কাশেম মাষ্টার স্বীকার করেন, প্রধান শিক্ষক বশির আহমেদের নির্দেশেই আমি হকার ডেকেছি। তিনিই মূল উদ্যোক্তা, আমি কেবল সহায়তা করেছি। বই বিক্রির বিষয়ে আরও কয়েকজন শিক্ষকও জানতেন।
তবে প্রধান শিক্ষক বশির আহমেদ সত্যতা স্বীকার করে বলেন, এ বিষয়টি আমাদের ভুল হয়েছে। আপনাদের কাছে আমি ক্ষমা প্রার্থী। যদিও স্থানীয়দের দাবি, তিনি ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিলেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আশরাফুল আলম বলেন, সরকারি বই বিক্রি একটি গুরুতর অপরাধ। আমরা ঘটনার প্রাথমিক সত্যতা পেয়েছি। প্রয়োজনীয় তদন্ত শেষে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা কুলসুম মনি বলেন, বিষয়টি আমি শুনেছি। মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে শোকজ করার নির্দেশ দিয়েছি। এছাড়াও আমি চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মহোদয়কে বিষয়টি জানিয়েছি। সরকারি বই বিক্রি কোনোভাবেই বরদাশত করা হবে না। তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় অভিভাবক ও স্থানীয় জনগণের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা দ্রুত প্রধান শিক্ষকসহ জড়িতদের অপসারণ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Munna Khan

সর্বাধিক পঠিত

বকশীগঞ্জে নাবালিকা ভাগ্নিকে ধর্ষণের অভিযোগ, খালু গ্রেফতার।

মতলব উত্তরে ইন্দুরিয়া স্কুলে সরকারি বই বিক্রির মহাযজ্ঞ, প্রধান শিক্ষক ছিলেন মূল পরিচালক!

প্রকাশের সময় : ০৯:০৭:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ইন্দুরিয়া উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক বশির আহমেদের নেতৃত্বে সরকারি বই বিক্রির চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। সহকারী শিক্ষক কাশেমের সহযোগিতায় প্রায় এক টন সরকারি পাঠ্যবই বিক্রির চেষ্টাকালে স্থানীয়দের হাতে হাতেনাতে ধরা পড়েন তারা।
বুধবার (২৫ জুন) রাতে প্রধান শিক্ষক বশির আহাম্মদ ও সহকারী শিক্ষক কাশেম বিদ্যালয়ের পুরনো সরকারি বই হকারের কাছে বিক্রির চেষ্টা করেন। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাদের আটকে ফেলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বশির আহমেদ ও কাশেম স্যার নিজেই হকারকে কল করেন। পরে সেই হকার এসে প্রায় ২০০-২৫০ কেজি বই মাপে। সব মিলিয়ে প্রায় ৩ টনের মতো বই সেখানে প্রস্তুত ছিল।
জিজ্ঞাসাবাদে কাশেম মাষ্টার স্বীকার করেন, প্রধান শিক্ষক বশির আহমেদের নির্দেশেই আমি হকার ডেকেছি। তিনিই মূল উদ্যোক্তা, আমি কেবল সহায়তা করেছি। বই বিক্রির বিষয়ে আরও কয়েকজন শিক্ষকও জানতেন।
তবে প্রধান শিক্ষক বশির আহমেদ সত্যতা স্বীকার করে বলেন, এ বিষয়টি আমাদের ভুল হয়েছে। আপনাদের কাছে আমি ক্ষমা প্রার্থী। যদিও স্থানীয়দের দাবি, তিনি ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিলেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আশরাফুল আলম বলেন, সরকারি বই বিক্রি একটি গুরুতর অপরাধ। আমরা ঘটনার প্রাথমিক সত্যতা পেয়েছি। প্রয়োজনীয় তদন্ত শেষে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা কুলসুম মনি বলেন, বিষয়টি আমি শুনেছি। মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে শোকজ করার নির্দেশ দিয়েছি। এছাড়াও আমি চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মহোদয়কে বিষয়টি জানিয়েছি। সরকারি বই বিক্রি কোনোভাবেই বরদাশত করা হবে না। তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় অভিভাবক ও স্থানীয় জনগণের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা দ্রুত প্রধান শিক্ষকসহ জড়িতদের অপসারণ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।