মতলব উত্তর উপজেলা শাখার বাগানবাড়ি ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি মো. জিসান বেপারীর ওপর আরোপিত সাময়িক স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে।
গত ৬ জুন উপজেলা যুবদলের আহ্বায়ক (ভারপ্রাপ্ত) রাশেদ জামান টিপু এবং ১নং যুগ্ম আহ্বায়ক ফয়সাল আহাম্মদ সোহেল স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এ সিদ্ধান্ত জানানো হয়।
চিঠিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা এবং নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার কারণে পূর্বে আপনার দলীয় পদ সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল। আপনার আবেদনের প্রেক্ষিতে উক্ত স্থগিতাদেশ প্রত্যাহার করা হলো।
এতে আরও উল্লেখ করা হয়, আপনি এখন থেকে দলের নীতি, আদর্শ ও নিয়ম কানুন মেনে চলবেন বলে আমরা আশাবাদী।
এ বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে মো. জিসান বেপারী বলেন, দলের এই সিদ্ধান্তে আমি কৃতজ্ঞ। দলের যে কোনো প্রয়োজনে আমি নিজেকে সর্বদা নিয়োজিত রাখবো।
উল্লেখ্য, অনুলিপি হিসেবে এ সিদ্ধান্ত জেলা যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছেও পাঠানো হয়েছে।
স্থানীয় রাজনৈতিক মহলে এ সিদ্ধান্তকে স্বাগত জানানো হয়েছে।