ঢাকা ০৬:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

মতলব উত্তরে জায়গা সংক্রান্ত বিরোধে হামলা, শিশুসহ একাধিক আহত – আদালতে মামলা 

  • ইসমাইল খান টিটু
  • প্রকাশের সময় : ০৮:২৪:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১৬ মে ২০২৫
  • ৯০৬ বার পড়া হয়েছে

Oplus_131072

ইসমাইল খান টিটু:
চাঁদপুরের মতলব উত্তর থানার ষাটনল ইউনিয়নের সটার্কী গ্রামে পূর্ব শত্রুতার জেরে এক রক্তক্ষয়ী হামলার ঘটনা ঘটেছে। অভিযোগ সূত্রে জানা গেছে, গত শুক্রবার (৯ মে ২০২৫) সকাল ১১টার দিকে বাদী কামাল সরকারের ছেলে হোসাইন মোহাম্মদ (০৬) একা অবস্থান করছিলেন। সে সময় আসামি বশির আহাম্মদ (৪৪) তার হাতে থাকা কাঠের শক্ত লাঠি দিয়ে হোসাইনকে হত্যার উদ্দেশ্যে আঘাত করেন। শিশু হোসাইন হাত দিয়ে প্রতিরোধ করার চেষ্টা করলে তার বাঁ হাতের কব্জি ভেঙে যায়।
শিশুর আর্তচিৎকারে পরিবারের সদস্য ও স্থানীয়রা এগিয়ে এলে আসামি সারোয়ার হোসেন জুয়েল (৪৮) বাদী কামাল সরকারকে লাঠি দিয়ে মারধর করে গুরুতর জখম করেন। ঘটনাস্থল থেকে ভিকটিম ও তার পরিবারের সদস্যদের উদ্ধার করে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
বাদীর অভিযোগ, দীর্ঘদিন ধরে আসামিরা জায়গা-জমি সংক্রান্ত বিরোধে জড়িত এবং স্থানীয়ভাবে বহুবার সালিশ হলেও তারা কোনো মীমাংসায় আসেনি। বরং তারা সংঘবদ্ধভাবে বাদী ও তার পরিবারকে প্রাণনাশের হুমকি দিয়ে আসছিল। হামলার পরেও আসামিরা বাদীর বাড়ি আগুন দিয়ে পুড়িয়ে ফেলার এবং তাদের স্থায়ীভাবে পঙ্গু করে দেয়ার হুমকি দেয়।
এ ঘটনায় বাদী কামাল সরকার ১৪ মে ২০২৫ তারিখে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগ দাখিল করলে আদালত প্রাথমিক পর্যালোচনায় এটি আমলযোগ্য অপরাধ হিসেবে গণ্য করেন। আদালত মতলব উত্তর থানার অফিসার ইনচার্জকে ২৪ ঘণ্টার মধ্যে মামলাটি এফআইআর আকারে রুজু করার নির্দেশ দেন।
মামলায় বশির আহাম্মদ ও সারোয়ার হোসেন জুয়েলসহ মোট ২ জনকে প্রধান আসামি করা হয়েছে। মামলায় বাংলাদেশ দণ্ডবিধির ৩২৩, ৩২৫, ৩০৭ ও ৫০৬(২) ধারায় অভিযোগ আনা হয়েছে।
বাদী কামাল সরকার বলেন, “আমরা দীর্ঘদিন ধরে জায়গা-জমির বিরোধে ভুগছি। স্থানীয়ভাবে বহুবার শালিশ হয়েছে, কিন্তু আসামিরা কোনো সালিশ মানেনি। বরং বারবার হুমকি দিয়ে আসছিল। আমার শিশু ছেলেকে যেভাবে মারধর করেছে, তা কোনো মানুষ করতে পারে না। আমি ন্যায়বিচার চাই।”
এ বিষয়ে বিবাদী বশির আহাম্মদের সাথে যোগাযোগ করে তাকে পাওয়া যায়নি।
এ বিষয়ে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রবিউল হক বলেন, “আমরা আদালতের নির্দেশ পেয়েছি এবং মামলাটি নিয়মিত এফআইআর আকারে রেকর্ড করেছি। অভিযোগ গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। দোষীদের দ্রুত শনাক্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Munna Khan

সর্বাধিক পঠিত

মতলব উত্তরে দুর্বার পাঠশালার উদ্যোগে স্বেচ্ছাসেবী মিলনমেলা ও সম্মাননা স্মারক প্রদান

মতলব উত্তরে জায়গা সংক্রান্ত বিরোধে হামলা, শিশুসহ একাধিক আহত – আদালতে মামলা 

প্রকাশের সময় : ০৮:২৪:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১৬ মে ২০২৫
ইসমাইল খান টিটু:
চাঁদপুরের মতলব উত্তর থানার ষাটনল ইউনিয়নের সটার্কী গ্রামে পূর্ব শত্রুতার জেরে এক রক্তক্ষয়ী হামলার ঘটনা ঘটেছে। অভিযোগ সূত্রে জানা গেছে, গত শুক্রবার (৯ মে ২০২৫) সকাল ১১টার দিকে বাদী কামাল সরকারের ছেলে হোসাইন মোহাম্মদ (০৬) একা অবস্থান করছিলেন। সে সময় আসামি বশির আহাম্মদ (৪৪) তার হাতে থাকা কাঠের শক্ত লাঠি দিয়ে হোসাইনকে হত্যার উদ্দেশ্যে আঘাত করেন। শিশু হোসাইন হাত দিয়ে প্রতিরোধ করার চেষ্টা করলে তার বাঁ হাতের কব্জি ভেঙে যায়।
শিশুর আর্তচিৎকারে পরিবারের সদস্য ও স্থানীয়রা এগিয়ে এলে আসামি সারোয়ার হোসেন জুয়েল (৪৮) বাদী কামাল সরকারকে লাঠি দিয়ে মারধর করে গুরুতর জখম করেন। ঘটনাস্থল থেকে ভিকটিম ও তার পরিবারের সদস্যদের উদ্ধার করে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
বাদীর অভিযোগ, দীর্ঘদিন ধরে আসামিরা জায়গা-জমি সংক্রান্ত বিরোধে জড়িত এবং স্থানীয়ভাবে বহুবার সালিশ হলেও তারা কোনো মীমাংসায় আসেনি। বরং তারা সংঘবদ্ধভাবে বাদী ও তার পরিবারকে প্রাণনাশের হুমকি দিয়ে আসছিল। হামলার পরেও আসামিরা বাদীর বাড়ি আগুন দিয়ে পুড়িয়ে ফেলার এবং তাদের স্থায়ীভাবে পঙ্গু করে দেয়ার হুমকি দেয়।
এ ঘটনায় বাদী কামাল সরকার ১৪ মে ২০২৫ তারিখে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগ দাখিল করলে আদালত প্রাথমিক পর্যালোচনায় এটি আমলযোগ্য অপরাধ হিসেবে গণ্য করেন। আদালত মতলব উত্তর থানার অফিসার ইনচার্জকে ২৪ ঘণ্টার মধ্যে মামলাটি এফআইআর আকারে রুজু করার নির্দেশ দেন।
মামলায় বশির আহাম্মদ ও সারোয়ার হোসেন জুয়েলসহ মোট ২ জনকে প্রধান আসামি করা হয়েছে। মামলায় বাংলাদেশ দণ্ডবিধির ৩২৩, ৩২৫, ৩০৭ ও ৫০৬(২) ধারায় অভিযোগ আনা হয়েছে।
বাদী কামাল সরকার বলেন, “আমরা দীর্ঘদিন ধরে জায়গা-জমির বিরোধে ভুগছি। স্থানীয়ভাবে বহুবার শালিশ হয়েছে, কিন্তু আসামিরা কোনো সালিশ মানেনি। বরং বারবার হুমকি দিয়ে আসছিল। আমার শিশু ছেলেকে যেভাবে মারধর করেছে, তা কোনো মানুষ করতে পারে না। আমি ন্যায়বিচার চাই।”
এ বিষয়ে বিবাদী বশির আহাম্মদের সাথে যোগাযোগ করে তাকে পাওয়া যায়নি।
এ বিষয়ে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রবিউল হক বলেন, “আমরা আদালতের নির্দেশ পেয়েছি এবং মামলাটি নিয়মিত এফআইআর আকারে রেকর্ড করেছি। অভিযোগ গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। দোষীদের দ্রুত শনাক্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”