প্রকাশের সময় :
০৯:৩৫:৫২ অপরাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫
২১৪
বার পড়া হয়েছে
চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা ও বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়েছে।
শুক্রবার (৩ মে) বিকাল ৪টায় উপজেলার বাংলাবাজার শ্রমিক দলের কার্যালয় থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে বাংলাবাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মতলব উত্তর উপজেলা শ্রমিক দলের সভাপতি আবু সুফিয়ান এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মহসিন মন্ডল।
অনুষ্ঠানে বক্তৃতাকালে সভাপতি আবু সুফিয়ান বলেন, “শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়, উৎপাদন বৃদ্ধি এবং বাংলাদেশকে স্বাবলম্বী করার লক্ষ্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী শ্রমিক দল প্রতিষ্ঠা করেন। তাঁর উদ্যোগেই দেশের শ্রমিকরা প্রবাসে কাজ করার সুযোগ পায়—যা বাংলাদেশের একটি গৌরবময় অধ্যায়।”মতলব উত্তরে কেক কেটে জাতীয়তাবাদী শ্রমিক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মতলব উত্তর উপজেলার শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম খান, যোগাযোগ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন দুলু, শ্রমিক দল নেতা নাসির উদ্দিন, ইসলামাবাদ ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি সানাউল্লাহ, গজারা ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মানিক ব্যাপারী, বাগানবাড়ী ইউনিয়নের শ্রমিক নেতা মহাসিন ভূঁইয়া।
এছাড়াও উপস্থিত ছিলেন বিএনপি নেতা দেলোয়ার হোসেন জজ, উপজেলা কৃষক দলের সহ-সভাপতি শাহিন খান, যুবদলের সাংগঠনিক সম্পাদক ওয়াদুদ ভূঁইয়া, জিয়া সংসদের নেতা সাইফুল ইসলাম টিপুসহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানটি ছিল উৎসবমুখর এবং শ্রমিকদের দাবি আদায়ে দলীয় অঙ্গীকারের নতুন প্রত্যয়।