ঢাকা ০৫:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

মতলব উত্তরে ছেংগারচর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড: চার দোকান পুড়ে ছাই

  • ইসমাইল খান টিটু
  • প্রকাশের সময় : ০৮:৫৩:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২৩ মে ২০২৫
  • ২৩৯ বার পড়া হয়েছে

Oplus_131072

চাঁদপুরের মতলব উত্তরে ছেংগারচর বাজারে শাহজালাল মার্কেটে শুক্রবার গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার আনুমানিক রাত ২টা ২০ মিনিটে বাজারের তরকারি পট্টি এলাকায় আবুল কালামের জুতার গোডাউনে আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে বাজারের লোকজন চিৎকার করে আশপাশের সবাইকে সতর্ক করেন এবং তাৎক্ষণিকভাবে আগুন নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও মতলব উত্তর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
এই ভয়াবহ আগুনে আবুল কালামের জুতার দোকানে প্রায় ৮ লক্ষ টাকার মালামাল ভস্মীভূত হয়। এছাড়া, মো. জহিরের চায়ের দোকানে ৮০ হাজার, ইউনুছ মাষ্টারের টেইলার্সে ৫০ হাজার এবং সজল বর্মণের সেলুনে ৪০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মোট ক্ষতির পরিমাণ প্রায় ৯ লক্ষ ৭০ হাজার টাকা।
প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটেছে।
এ ঘটনায় ছেংগারচর বাজারের ব্যবসায়ীদের মধ্যে চরম উৎকণ্ঠা ও আতঙ্ক বিরাজ করছে। তারা দ্রুত ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের জন্য সরকারি সহায়তার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে ছেংগারচর বাজার পৌর বণিক সমিতির সভাপতি আব্দুল মান্নান লস্কর বলেন, ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক। বাজারের ব্যবসায়ীরা রাতদিন পরিশ্রম করে যেসব দোকান গড়ে তুলেছেন, এক রাতে সেই সব কিছু আগুনে পুড়ে ছাই হয়ে গেল। আমরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণের কাজেও অংশ নিই। ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বড়, যা সহজে পুষিয়ে নেওয়া সম্ভব নয়। এই দুর্ঘটনা আমাদের সবাইকে আবারও নিরাপত্তা ব্যবস্থার দিকে নজর দিতে বাধ্য করেছে।
আমরা বণিক সমিতির পক্ষ থেকে ইতোমধ্যে উপজেলা প্রশাসন ও ফায়ার সার্ভিস কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছি। আমরা চাই ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দ্রুত আর্থিক সহায়তা দেওয়া হোক, যেন তারা তাদের ব্যবসা আবারও চালু করতে পারেন। পাশাপাশি বাজারে অগ্নি নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আহ্বান জানাচ্ছি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Munna Khan

সর্বাধিক পঠিত

মতলব উত্তরে দুর্বার পাঠশালার উদ্যোগে স্বেচ্ছাসেবী মিলনমেলা ও সম্মাননা স্মারক প্রদান

মতলব উত্তরে ছেংগারচর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড: চার দোকান পুড়ে ছাই

প্রকাশের সময় : ০৮:৫৩:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২৩ মে ২০২৫
চাঁদপুরের মতলব উত্তরে ছেংগারচর বাজারে শাহজালাল মার্কেটে শুক্রবার গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার আনুমানিক রাত ২টা ২০ মিনিটে বাজারের তরকারি পট্টি এলাকায় আবুল কালামের জুতার গোডাউনে আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে বাজারের লোকজন চিৎকার করে আশপাশের সবাইকে সতর্ক করেন এবং তাৎক্ষণিকভাবে আগুন নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও মতলব উত্তর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
এই ভয়াবহ আগুনে আবুল কালামের জুতার দোকানে প্রায় ৮ লক্ষ টাকার মালামাল ভস্মীভূত হয়। এছাড়া, মো. জহিরের চায়ের দোকানে ৮০ হাজার, ইউনুছ মাষ্টারের টেইলার্সে ৫০ হাজার এবং সজল বর্মণের সেলুনে ৪০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মোট ক্ষতির পরিমাণ প্রায় ৯ লক্ষ ৭০ হাজার টাকা।
প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটেছে।
এ ঘটনায় ছেংগারচর বাজারের ব্যবসায়ীদের মধ্যে চরম উৎকণ্ঠা ও আতঙ্ক বিরাজ করছে। তারা দ্রুত ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের জন্য সরকারি সহায়তার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে ছেংগারচর বাজার পৌর বণিক সমিতির সভাপতি আব্দুল মান্নান লস্কর বলেন, ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক। বাজারের ব্যবসায়ীরা রাতদিন পরিশ্রম করে যেসব দোকান গড়ে তুলেছেন, এক রাতে সেই সব কিছু আগুনে পুড়ে ছাই হয়ে গেল। আমরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণের কাজেও অংশ নিই। ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বড়, যা সহজে পুষিয়ে নেওয়া সম্ভব নয়। এই দুর্ঘটনা আমাদের সবাইকে আবারও নিরাপত্তা ব্যবস্থার দিকে নজর দিতে বাধ্য করেছে।
আমরা বণিক সমিতির পক্ষ থেকে ইতোমধ্যে উপজেলা প্রশাসন ও ফায়ার সার্ভিস কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছি। আমরা চাই ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দ্রুত আর্থিক সহায়তা দেওয়া হোক, যেন তারা তাদের ব্যবসা আবারও চালু করতে পারেন। পাশাপাশি বাজারে অগ্নি নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আহ্বান জানাচ্ছি।