ইসমাইল খান টিটু:
মতলব উত্তর উপজেলার বাগানবাড়ি ইউনিয়নের তালতলি এলাকায় গঠিত ‘গালিম খাঁ তালতলী বরপিট মৎস্য চাষী সমবায় সমিতি লিমিটেড’ অসাধারণ সফলতা অর্জনের পর বুধবার (১১ জুন) সকালে ২৯৩ জন সদস্যের মাঝে সমপরিমাণ লভাংশ বিতরণ করা হয়েছে।
২০০৮ সালে ৩০০ জন সদস্য নিয়ে যাত্রা শুরু করে এ সমবায় সংগঠনটি। সময়ের সঙ্গে সঙ্গে নানা চড়াই-উৎরাই পেরিয়ে বর্তমানে এর সক্রিয় সদস্য সংখ্যা দাঁড়িয়েছে ২৯৩ জন। সদস্যদের আর্থ-সামাজিক উন্নয়ন ও এলাকার সম্ভাবনাকে কাজে লাগিয়ে মৎস্য চাষে বৈপ্লবিক পরিবর্তন এনে দিয়েছে এই সংগঠন।
বাগানবাড়ি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে তালতলি বাংলাবাজার বেড়িবাঁধ সংলগ্ন এলাকায় পানি উন্নয়ন বোর্ড থেকে প্রায় ৮ একর ৩২ শতাংশ (কম/বেশি) জমি লিজ নিয়ে শুরু হয় বড় পরিসরের মৎস্য খামার কার্যক্রম। এছাড়া নিজস্ব জমিও এই প্রকল্পে যুক্ত করা হয়। বহু বছরের পরিকল্পনা ও কঠোর পরিশ্রমের ফলে এই প্রকল্প আজ সফলতার চূড়ায় পৌঁছেছে।
সমিতির সভাপতি হাজী লোকমান ভূঁইয়ার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রতিটি সদস্যকে ৪০০ টাকা করে লভাংশ প্রদান করা হয়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সমিতির দলপতি হাজী গিয়াস উদ্দিন ভূঁইয়া, সহসভাপতি সেলিম ভূঁইয়া, এবং এডভোকেট বিল্লাল হোসেন খান।
সভাপতি হাজী লোকমান ভূঁইয়া বলেন, আমাদের এই সাফল্য সম্মিলিত প্রচেষ্টার ফল। আমরা প্রমাণ করেছি, ইচ্ছা আর পরিকল্পনা থাকলে অগ্রগতি সম্ভব। আমরা চাই আগামী দিনে আরও বড় পরিসরে কাজ করে এলাকার বেকার যুবকদের কর্মসংস্থান নিশ্চিত করতে।
দলপতি হাজী গিয়াস উদ্দিন ভূঁইয়া বলেন, এই সমিতি শুধু একটি প্রকল্প নয়, এটি এখন এলাকার মানুষের স্বপ্ন ও আশা-আকাঙ্ক্ষার প্রতীক। ভবিষ্যতেও আমরা সদস্যদের পাশে থাকব এবং নতুন নতুন প্রকল্প হাতে নেব।
অনুষ্ঠানে উপস্থিত সদস্যরা তাদের সন্তুষ্টি প্রকাশ করে বলেন, সমবায়ের এই অর্জন তাদের জীবনে স্থিতিশীলতা ও স্বপ্ন দেখার সাহস এনে দিয়েছে।