চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় আলোচিত খবির হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ও মূল পরিকল্পনাকারী (মাস্টারমাইন্ড) মো. নাজমুল হুদাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত ৬ জুন (শুক্রবার) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সরদার কান্দি গ্রামে শ্বশুরবাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত নাজমুল (২৫) উপজেলার মান্দারতলী গ্রামের ফারুক বেপারীর ছেলে।
মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে এজাহারনামীয় আসামি নাজমুলকে গ্রেফতার করা হয়েছে। আজ (রোববার) তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার বাকি আসামিদের গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে।
প্রসঙ্গত, গত বছরের ১ নভেম্বর উপজেলার ফতেপুর পশ্চিম ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সলিমউল্লাহ লাভলুর ভাতিজা ও অটোরিকশাচালক খবির উদ্দিন দুর্বৃত্তদের হাতে খুন হন। হত্যার পর তার মরদেহ স্থানীয় একটি খালের পাশে ফেলে রাখা হয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে।
এ ঘটনায় নিহতের স্ত্রী মাসুদা আক্তার বাদী হয়ে মতলব উত্তর থানায় মোট ২৩ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন (মামলা নং— জিআর ২৩২/২৪)।
উল্লেখ্য, একই ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ও বিএনপি নেতা সলিমউল্লাহ লাভলুকেও ২০২২ সালের ১ নভেম্বর খুন করা হয়েছিল।
পুলিশ জানিয়েছে, খবির হত্যা মামলার অন্যান্য পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে।