প্রকাশের সময় :
০১:৫৪:০৯ পূর্বাহ্ন, সোমবার, ৯ জুন ২০২৫
১৪৫
বার পড়া হয়েছে
“জনতার অধিকার, আমাদের অঙ্গীকার — দেশ হবে জনতার” — এই স্লোগানকে সামনে রেখে মতলব উত্তরে যুব-ছাত্র-গণঅধিকার পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত হলো ঈদ-উল-আযহা’র ঈদ পুনর্মিলনী ও পরিচিতি সভা।
রবিবার (৮ জুন) বিকেলে মতলব উত্তর উপজেলার ছেংগারচর সরকারি কলেজ অডিটোরিয়ামে এই মিলনমেলায় অংশগ্রহণ করেন মতলব উত্তর এবং দক্ষিণ উপজেলার ছাত্র, যুব ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা।
চাঁদপুর জেলা গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক মো. মাসুম সরকারের সভাপতিত্বে এবং মতলব উত্তর উপজেলা যুব অধিকার পরিষদের আইন বিষয়ক সম্পাদক গোলাম রাব্বানীর সঞ্চালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন যুব অধিকার পরিষদ কেন্দ্রীয় সংসদের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. মর্তুজা মাহবুব।
বিশেষ বক্তার বক্তব্য রাখেন ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি মো. ইসমাইল হোসেন সুমন।
ঈদ পুনর্মিলনী ও পরিচিতি সভা শেষে মতলবে ছাত্র, যুব ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা আনন্দ র্যালিতে অংশগ্রহণ করেন।
এছাড়া আরো বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা গণঅধিকার পরিষদের যুগ্ম-সদস্যসচিব বিএম গোলাপ, জেলা যুব অধিকার পরিষদের, সাংগঠনিক সম্পাদক মো. রাজন ব্যাপারী, জেলা ছাত্র অধিকার পরিষদের সাবেক সভাপতি জিএম মানিক, মতলব উত্তর উপজেলা যুব অধিকার পরিষদের সভাপতি মোঃ শামিম হোসেন, সিনিয়র সহ-সভাপতি হাসান খাঁন, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক এমএ মোবিন, সহ-সাংগঠনিক সম্পাদক মো. সজিব হাসান নুর, সহ-সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার নুরে আলম, অর্থ সম্পাদক গোলাম রাব্বানী, মতলব উত্তর উপজেলা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক ফারুকুল ইসলাম শ্যামল, ছেংগারচর পৌরসভা ছাত্র অধিকার পরিষদের সভাপতি সাদ সরকার, মতলব দক্ষিণ উপজেলা যুব অধিকার পরিষদের নেতা দুলাল হোসেন এবং অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন গোলাম রাব্বানী।
অনুষ্ঠান শেষে মতলব উত্তর উপজেলার যুব অধিকার পরিষদের নেতাকর্মীদের ফুল দিয়ে বরণ করা হয়। এরপর ছেংগারচর বাজারে এক বর্ণাঢ্য আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়।
এই ঈদ পরবর্তী পুনর্মিলনী অনুষ্ঠানে মতলব উত্তর ও দক্ষিণ উপজেলা এবং ছেংগারচর পৌরসভার ছাত্র, যুব এবং গণঅধিকার পরিষদের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সারা দিনের এই প্রাণবন্ত আয়োজন এক অনন্য উদাহরণ হয়ে থাকবে বলে মতপ্রকাশ করেন আয়োজকরা।