ঢাকামঙ্গলবার , ২৫ এপ্রিল ২০২৩
  1. Breaking News
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আজকের রাশিফল
  5. আন্তর্জাতিক
  6. আপরাধ
  7. কৃষি
  8. কোভিড-১৯
  9. ক্যাম্পাস
  10. খেলাধুলা
  11. জাঁতীয়
  12. জামালপুর
  13. টপ স্লাইডার
  14. তথ্য প্রযুক্তি
  15. দূর্ঘটনা
আজকের সর্বশেষ সবখবর

বেসরকারি সংস্থা সরল পথ মিডিয়ার ইসলমী লাইব্রেরী উদ্বোধন

Sokal Pratidin
এপ্রিল ২৫, ২০২৩ ৬:১৮ অপরাহ্ণ
Link Copied!

 

খানসামা, দিনাজপুর, প্রতিনিধি,

 

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ভগীরপাড়া, জামতলী,আব্দুল লাত্বীফ জামে মসজিদে বেসরকারি সংস্থা সরল পথ মিডিয়ার উদ্যোগে ইসলমী লাইব্রেরী শুভ উদ্ভোদন করা হয়। গত (২৪ এপ্রিল সন্ধ্যায়) আব্দুল লাত্বীফ জামে মসজিদে সরল পথ মিডিয়ার পক্ষে ইসলামী লাইব্রেরী শুভ উদ্ভোদন করেন শায়খ সাইফুদ্দীন বেলাল মাদানি। এসময় প্রধান অতিথির বক্তব্যে বলেন আলো যেমন জাগতিক নিয়মে অন্ধকার দূর করে সব কিছু মূর্ত করে , তেমনি বই মানুষের মনের ভেতরে জ্ঞানের আলো এনে যাবতীয় অন্ধকারকে দূর করে চেতনার আলোকে সবকিছুকে উদ্ভাসিত করে দেখায়। আলো শুধু ভৌগোলিক ভাবে ছড়িয়ে যেতে পারে। আর বই অতীত থেকে ভবিষ্যৎ , নিকট থেকে দূরে , প্রান্ত থেকে অন্তে এমনকি যুগ থেকে যুগান্তরে জ্ঞানের আলোকে পৌঁছে দিতে পারে । তাই দেশ কালের সীমানা অতিক্রম করে জ্ঞানের আলোকে মানুষের মধ্যে ছড়িয়ে দিতে পারে একমাত্র বই । শ্রেষ্ঠ শিক্ষা হল আত্মশিখন । আর বই সেই আত্মশিখনের শ্রেষ্ঠ সহায়ক । বিনোদন থেকে শিক্ষা , অবসর যাপন থেকে নিঃসঙ্গতা দূর — সবেতেই বই শ্রেষ্ঠ অবলম্বন হতে পারে । এই সময় আরও উপস্থিত ছিলেন সরল পথ মিডিয়ার দিনাজপুর প্রতিনিধি আব্দুল জাব্বার,শায়খ হাসিম আলি সহ স্থানীয় আলেমরা।সরল পথ মিডিয়া দ্বীর্ঘদিন অনলাইনের বিভিন্ন মাদানি শায়কদের মাধ্যেমে কোরয়ান ও সুন্নার দাওয়াত প্রচার প্রসার করে আসছে,সরল পথ সাদকায়ে জারিয়া গ্রুপের মাধ্যমে মানব কল্যানে কাজ করে আসছেন তার মধ্য উল্লেখযোগ্য কয়েকটি কাজ আব্দুল লাত্বীফ জামে মসজিদ, সরল পথ ইসলামী লাইব্রেরী,এতিমের লালনপালন,অটো ভ্যান, সেলাইমেশিন, হুইলচেয়ার, নলকুব স্হাপন,এতিম বাচ্চাদের জন্য পোশাক, ইফতার বিতরন, ইত্যাদি। আপনারা সরলপথ মিডিয়ায় বেশী বেশী দান করবেন। সরল পথ মিডিয়া পরিচালক বলেন আমি আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করি। তিনি আরো বলেন আপনারা বেশী বেশী বই পড়ুন।

 

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।