বিমানবন্দর থেকে মৃত অভিনেত্রী আকাঙ্ক্ষা দুবের প্রেমিককে আটক
সুজন চক্রবর্তী, আসাম (ভারত): ভারতের উত্তরপ্রদেশের গাজিয়াবাদ এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে ভোজপুরি অভিনেত্রী আকাঙ্ক্ষা দুবের প্রেমিক সমর সিংহকে। কয়েকদিন আগে বারাণসীর একটি ঘর থেকে উদ্ধার হয় আকাঙ্ক্ষার ঝুলন্ত মৃতদেহ। তারপর থেকেই কম জলঘোলা হয়নি। ময়নাতদন্তের রিপোর্টেও উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। অভিনেত্রীর মৃত্যুর পর সমরের দিকে ও আঙুল তুলেছিলেন আকাঙ্ক্ষার মা। তাঁর দাবি ছিল, সমরই নাকি আকাঙ্ক্ষাকে আত্মহত্যা করার প্ররোচনা দিয়েছেন। অভিনেত্রীর মৃত্যুর পর থেকে সমরকে দেখা যায়নি। আকাঙ্ক্ষার রহস্যজনক মৃত্যুর ঘটনায় উঠে এসেছে সমরের ভাই সঞ্জয় সিংহের নাম ও। তাঁকে নজরে রাখার নোটিস জারি করেছে পুলিশ। আকাঙ্ক্ষার মায়ের দাবি, যে দিন বারাণসীতে এই ঘটনাটি ঘটে; সে দিন দুজনেই শহর ছেড়ে পালিয়ে গিয়েছিলেন। শুক্রবার বিমানবন্দর থেকে হাতেনাতে সমরকে গ্রেফতার করে পুলিশ। বিদেশে উড়ে যাওয়ার পরিকল্পনা করেছিলেন তিনি। সে খবর আগ থেকেই আন্দাজ করেছিল পুলিশ। সেইমতো তারা সব বিমানবন্দরে খবর দিয়ে রাখে। প্রসঙ্গত, আকাঙ্ক্ষার ময়নাতদন্তের রিপোর্ট বৃহস্পতিবার এসে পৌঁছায়। রিপোর্ট অনুযায়ী, আকাঙ্ক্ষার কব্জিতে ক্ষতের দাগ। এছাড়াও যকৃতে মিলেছে অজানা তরলের উপস্থিতি। ওই তরলের রং বাদামি। পরিমাণ প্রায় ২০ এমএলের মতো। অভিনেত্রীর পেটে মিউকাস মেমব্রেসের সন্ধান মিলেছে। তবে অ্যালকোহল জাতীয় কোনও কিছুর সন্ধান মেলেনি। অভিনেত্রীর কাকা ও কাকিমার অভিযোগ, বহুদিন ধরেই সমর সিংহ ও তাঁর ভাই সঞ্জয় সিংহ অভিনেত্রীকে প্রাণে মারার হুমকি দিচ্ছিলেন। এমনকি, বড় অংকের টাকার দাবিও করেন। বারাণসী পুলিশ এই গোটা ঘটনার তদন্তে নেমেছে। খুন না আত্মহত্যা, এখনও ধন্দে রয়েছে পুলিশ। যদিও আকাঙ্ক্ষার মৃত্যুর আগে ১৭ মিনিটের সিসিটিভি ফুটেজের গরমিল ঘটনায় জট আরও জটিল করেছে। মৃত্যুর আগে ইনস্টাগ্রামে লাইভে এসে কান্নায় ভেঙে পড়তে দেখা যায় অভিনেত্রীকে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।