ঢাকা ০৭:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

বিএনপিকে কখনোই নেতৃত্বশুন্য করা যায় নাই- অধ্যাপক মামুন মাহমুদ

নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক মামুন মাহমুদ বলেছেন, আজ ৪৪ বছর হয়ে অতিবাহিত হয়ে গেল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাদের মাঝে নেই। ৪৪ বছর পরও আমরা তাঁকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। কেন একজন মানুষের প্রতি এত শ্রদ্ধা, এত ভক্তি ও ভালবাসা তৈরী হয় আজ তা উপলব্দি করা যাচ্ছে। তিনি মাত্র সাড়ে ৩ বছর রাষ্ট্র ক্ষমতায় ছিলেন কিন্তু যারা ১৫/২০ বছর রাষ্ট্র ক্ষমতায় ছিলেন তারা দেশ ছেড়ে পালিয়ে গেছেন। কেউ তাকে মারেও নাই, কেউ ধরেও নাই, কোন রকমে জান বাঁচিয়ে পালিয়ে গেলেন।
শুক্রবার (৩০ মে) দুপুরে সিদ্ধিরগঞ্জের মিজমিজি বাতানপাড়া তালতলা ক্লাব এলাকায় বহুদলীয় গনতন্ত্রের প্রবর্তক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে নাসিক ১নং ওয়ার্ড বিএনপি আয়োজিত মিলাদ মাহফিল, তাবারক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি বলেন, চক্রান্তকারীরা আমাদের নেতা জিয়াউর রহমানকে হত্যা করেছে। তারা মনে করেছিল জিয়াউর রহমানকে হত্যা করলে এ দেশ পরাধীন থাকবে, এ দেশের মানুষকে ধমিয়ে রাখা যাবে এবং এ দেশকে একটি করদ রাজ্য হিসেবে পরিণত করা যাবে। তাদের এ চক্রান্ত সফল হয় নাই। কারণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাদের জন্য ১৯ দফা কর্মসূচি রেখে গেছেন। পাশাপাশি তাঁর অবর্তমানে এই দেশের এবং দলের দায়িত্বভার গ্রহণ করেছিল বেগম খালেদা জিয়া। তাকেও একটি মিথ্যা মামলায় চক্রান্ত করে সাজা দিয়ে কারাবন্দি করে নেতৃত্ব শুন্য করতে চেয়েছিল। সে সময়ে জিয়াউর রহমানের সুযোগ্য উত্তরসূরী দেশ নায়ক তারেক রহমান দলের দায়িত্বভার গ্রহণ করেছেন। বিএনপিকে কখনোই নেতৃত্বশুন্য করা যায় নাই। আর বিএনপিকে নেতৃত্বশুন্য এবং ধ্বংস করতে না পারার কারণে এ দেশকে পরাধীন করা যায় নাই। তাদের পরাজয় হয়েছে, এ দেশের মানুষের জয় হয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও নাসিক ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি গাজী মো: মনির হোসেনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য অকিল উদ্দিন ভূঁইয়া, রিয়াজুল ইসলাম রিয়াজ, বিএনপি নেতা নজরুল ইসলাম বাবুল, এড. আব্দুর রাজ্জাক রাজুসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমূখ।

খবর টি শেয়ার করুন :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Munna Khan

সর্বাধিক পঠিত

মতলব উত্তরে দুর্বার পাঠশালার উদ্যোগে স্বেচ্ছাসেবী মিলনমেলা ও সম্মাননা স্মারক প্রদান

বিএনপিকে কখনোই নেতৃত্বশুন্য করা যায় নাই- অধ্যাপক মামুন মাহমুদ

প্রকাশের সময় : ০৯:৫৭:২২ অপরাহ্ন, শুক্রবার, ৩০ মে ২০২৫

নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক মামুন মাহমুদ বলেছেন, আজ ৪৪ বছর হয়ে অতিবাহিত হয়ে গেল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাদের মাঝে নেই। ৪৪ বছর পরও আমরা তাঁকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। কেন একজন মানুষের প্রতি এত শ্রদ্ধা, এত ভক্তি ও ভালবাসা তৈরী হয় আজ তা উপলব্দি করা যাচ্ছে। তিনি মাত্র সাড়ে ৩ বছর রাষ্ট্র ক্ষমতায় ছিলেন কিন্তু যারা ১৫/২০ বছর রাষ্ট্র ক্ষমতায় ছিলেন তারা দেশ ছেড়ে পালিয়ে গেছেন। কেউ তাকে মারেও নাই, কেউ ধরেও নাই, কোন রকমে জান বাঁচিয়ে পালিয়ে গেলেন।
শুক্রবার (৩০ মে) দুপুরে সিদ্ধিরগঞ্জের মিজমিজি বাতানপাড়া তালতলা ক্লাব এলাকায় বহুদলীয় গনতন্ত্রের প্রবর্তক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে নাসিক ১নং ওয়ার্ড বিএনপি আয়োজিত মিলাদ মাহফিল, তাবারক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি বলেন, চক্রান্তকারীরা আমাদের নেতা জিয়াউর রহমানকে হত্যা করেছে। তারা মনে করেছিল জিয়াউর রহমানকে হত্যা করলে এ দেশ পরাধীন থাকবে, এ দেশের মানুষকে ধমিয়ে রাখা যাবে এবং এ দেশকে একটি করদ রাজ্য হিসেবে পরিণত করা যাবে। তাদের এ চক্রান্ত সফল হয় নাই। কারণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাদের জন্য ১৯ দফা কর্মসূচি রেখে গেছেন। পাশাপাশি তাঁর অবর্তমানে এই দেশের এবং দলের দায়িত্বভার গ্রহণ করেছিল বেগম খালেদা জিয়া। তাকেও একটি মিথ্যা মামলায় চক্রান্ত করে সাজা দিয়ে কারাবন্দি করে নেতৃত্ব শুন্য করতে চেয়েছিল। সে সময়ে জিয়াউর রহমানের সুযোগ্য উত্তরসূরী দেশ নায়ক তারেক রহমান দলের দায়িত্বভার গ্রহণ করেছেন। বিএনপিকে কখনোই নেতৃত্বশুন্য করা যায় নাই। আর বিএনপিকে নেতৃত্বশুন্য এবং ধ্বংস করতে না পারার কারণে এ দেশকে পরাধীন করা যায় নাই। তাদের পরাজয় হয়েছে, এ দেশের মানুষের জয় হয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও নাসিক ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি গাজী মো: মনির হোসেনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য অকিল উদ্দিন ভূঁইয়া, রিয়াজুল ইসলাম রিয়াজ, বিএনপি নেতা নজরুল ইসলাম বাবুল, এড. আব্দুর রাজ্জাক রাজুসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমূখ।