গাইবান্ধা সদর উপজেলার বাদিয়াখালি মৎস্য আড়তে আজ দুপুরে সিনিয়র উপজেলা মৎস্য দপ্তর অভিযান পরিচালনা করে ২৪ কেজি নিষিদ্ধ ঘোষিত পিরানহা মাছ আটক করা হয়েছে। পরে গাইবান্ধা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উক্ত আড়তদ্বার কে নগদ ৫ হাজার টাকা জরিমানা আরোপ করে ও আটককৃত মাছ স্থানীয় এতিমখানায় বিতরনের ব্যবস্থা করা হয়।
গাইবান্ধা সদর উপজেলার মৎস কর্মকর্তা মারজান সরকার এ খবর নিশ্চিত করেন। ইতোমধ্যে জাটকা, আফ্রিকান মাগুর ও পিরানহা সহ সকল অবৈধ মাছ ধরা বাজারে উত্তোলন করে তা বিক্রয় নিষেধ থাকলেও মাঝে মধ্যে পাইকাররা এসব গোপনে বিক্রয় করে আসছিলেন। তারই সুত্র ধরে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়
। মাছ বিক্রেতাদের সচেতনতা ও এই সকল মাছ যাতে অবাধে বিক্রয় না হয় সেদিকে লক্ষ্য রেখে ভবিষ্যতে উপজেলা মৎস্য দপ্তর তা প্রতিহত করার প্রতিশ্রুতিও দেন মৎস কর্মকর্তারা। এছাড়াও শহরবাসির প্রতি আহবান রেখে তথ্য দিয়ে সহযোগিতা ও পাশে থেকে অবৈধ মাছ আহরণ থেকে বিরত থাকার ও বিক্রয় বন্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করার সিদ্ধান্ত নেন জেলা ও উপজেলার মৎস কর্মকর্তারা। অভিযান পরিচালনার সময় অটোভ্যান আটক ও জরিমানা করা হয়।